৯০% কুরআন শিখুন Memrise অ্যাপ দিয়ে
Memrise অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব কার্যকরীভাবেই আল কোরআনের ৯০% শব্দ আয়ত্ত করা যায়।
এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যে করণীয়:
১. প্রথমে এ লিংকে যেতে হবে।
২. “Start learning now!” অপশনে ক্লিক করে ইউজার নেইম, পাসওয়ার্ড, ইমেইল দিয়ে Register with email অপশন ক্লিক করতে হবে।
৩. এরপর এ লিংকে গিয়ে একইভাবে কোর্স এড করে নিতে হবে।
৪. এরপর Memrise-Premium-v2021.4.5.0 অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
৫. “Already have an account, Sign in now” অপশনে ক্লিক করে ইমেইল, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। কাজ শেষ।
পিসি ব্যবহারকারীদের জন্যে করণীয়:
১. প্রথমে এ লিংকে যেতে হবে।
২. “Start learning now!” অপশনে ক্লিক করে ইউজার নেইম, পাসওয়ার্ড, ইমেইল দিয়ে Register with email অপশন ক্লিক করতে হবে।
৩. এরপর এ লিংকে গিয়ে একইভাবে কোর্স এড করে নিতে হবে।
৪. এরপর আমরা লিংক দুইটা ব্রাউজারে বুকমার্ক করে রাখবেন এবং নিয়মিত অনুশীলন করবেন।
অনেক সময়ে মোবাইলে বা কম্পিউটারে পড়ালেখা করতে আমাদের চোখের সমস্যা হয়। অথবা ফেসবুক-ইন্সটাগ্রাম-টুইটারের নোটিফিকেশন চেক করতে গিয়ে আর পড়া হয় না। যারা এমন সমস্যায় পড়েন, তারা ‘কুরআনের শব্দাবলি’ বইটি এ সংগ্রহ করতে পারেন। এতে মাত্র ৬০০ শব্দের মাধ্যমে খুব সহজেই কুরআনের ৮৫% শব্দ শিখে ফেলা যাবে।
বইটি রকমারি থেকে অর্ডার করুন এ লিঙ্কে গিয়ে।