আমাদের সম্পর্কে
কী চাই?
মুসলিম দেশগুলোতে সাধারণত মাতৃভাষার পরেই আরবি ভাষার স্থান হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে উপনিবেশিক ও সাংস্কৃতিক কারণে মাতৃভাষা বাংলার পরে ইংরেজি ও হিন্দি ভাষার স্থান। আরবি ভাষা বাংলাদেশে চতুর্থ কিংবা পঞ্চম ভাষা হিসাবে রয়েছে। আমরা আরবি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় অথবা অন্তত তৃতীয় ভাষার স্তরে উন্নীত করতে চাই।
কেন চাই?
ভাষা শেখানোর ক্ষেত্রে আমাদের দেশে কিছু ভুল পদ্ধতি রয়েছে। যার কারণে এ দেশের মানুষ দীর্ঘদিন ইংরেজি ভাষা পড়েও ইংরেজিতে যোগাযোগ করতে পারেন না, অথবা দীর্ঘদিন আরবি ভাষা শিখেও কুরআন-হাদিসের মর্ম অনুধাবন করতে পারেন না। আমরা আরবি ভাষাকে সবচেয়ে সহজ ও প্রাণবন্ত উপায়ে উপস্থাপন করার মাধ্যমে এ ভাষাকে জনপ্রিয় করে তুলতে চাই।
কীভাবে চাই?
প্রতিটি বাঙালি-মুসলিমের কাছে আরবি ভাষার প্রাথমিক জ্ঞান পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত আমরা। এ কাজটি খুব সহজ না হলেও ইনশাআল্লাহ্ আমরা পারবো। আমাদের বিগত বছরগুলোর অভিজ্ঞতায় বলে, মাত্র ২০ টি ক্লাস বা ৩০ ঘণ্টা সময় দিলে যে কেউ আরবি ভাষার প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারেন। ৩০ ঘণ্টা সময় কিন্তু বেশি না, প্রতি মাসে সোশাল মিডিয়াতে এর চেয়ে বেশি সময় আমরা ব্যয় করি। একটু টাইম ম্যানেজ করে আরবি ভাষা শেখার জন্যে ৩০ ঘণ্টা দিলেই আপনি আমাদের সহযাত্রী হয়ে যেতে পারবেন। আপনাকে নিয়েই আমরা আমাদের মহান উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাই।
সাধারণ জিজ্ঞাসা
আমাদের সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন সবারই থাকে। সেগুলোর সংক্ষিপ্ত জবাব এখানে দেয়া হলো। এখানে কোনো প্রশ্নের জবাব না পেলে সরাসরি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠাতে পারেন। আমরা যথাসম্ভব দ্রুত জবাব দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।