আমাদের সম্পর্কে

কী চাই?

মুসলিম দেশগুলোতে সাধারণত মাতৃভাষার পরেই আরবি ভাষার স্থান হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে উপনিবেশিক ও সাংস্কৃতিক কারণে মাতৃভাষা বাংলার পরে ইংরেজি ও হিন্দি ভাষার স্থান। আরবি ভাষা বাংলাদেশে চতুর্থ কিংবা পঞ্চম ভাষা হিসাবে রয়েছে। আমরা আরবি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় অথবা অন্তত তৃতীয় ভাষার স্তরে উন্নীত করতে চাই।

কেন চাই?

ভাষা শেখানোর ক্ষেত্রে আমাদের দেশে কিছু ভুল পদ্ধতি রয়েছে। যার কারণে এ দেশের মানুষ দীর্ঘদিন ইংরেজি ভাষা পড়েও ইংরেজিতে যোগাযোগ করতে পারেন না, অথবা দীর্ঘদিন আরবি ভাষা শিখেও কুরআন-হাদিসের মর্ম অনুধাবন করতে পারেন না। আমরা আরবি ভাষাকে সবচেয়ে সহজ ও প্রাণবন্ত উপায়ে উপস্থাপন করার মাধ্যমে এ ভাষাকে জনপ্রিয় করে তুলতে চাই।

কীভাবে চাই?

প্রতিটি বাঙালি-মুসলিমের কাছে আরবি ভাষার প্রাথমিক জ্ঞান পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত আমরা। এ কাজটি খুব সহজ না হলেও ইনশাআল্লাহ্‌ আমরা পারবো। আমাদের বিগত বছরগুলোর অভিজ্ঞতায় বলে, মাত্র ২০ টি ক্লাস বা ৩০ ঘণ্টা সময় দিলে যে কেউ আরবি ভাষার প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারেন। ৩০ ঘণ্টা সময় কিন্তু বেশি না, প্রতি মাসে সোশাল মিডিয়াতে এর চেয়ে বেশি সময় আমরা ব্যয় করি। একটু টাইম ম্যানেজ করে আরবি ভাষা শেখার জন্যে ৩০ ঘণ্টা দিলেই আপনি আমাদের সহযাত্রী হয়ে যেতে পারবেন। আপনাকে নিয়েই আমরা আমাদের মহান উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাই।

সাধারণ জিজ্ঞাসা

আমাদের সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন সবারই থাকে। সেগুলোর সংক্ষিপ্ত জবাব এখানে দেয়া হলো। এখানে কোনো প্রশ্নের জবাব না পেলে সরাসরি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠাতে পারেন। আমরা যথাসম্ভব দ্রুত জবাব দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আল কুরআনকে সম্পূর্ণভাবে নিজে নিজে বুঝার যোগ্যতা অর্জন করার জন্যে আমাদের এ কোর্সকে ৪টি লেভেলে ভাগ করা হয়েছে। প্রথম লেভেল সম্পূর্ণ করলে কুরআনের ৮৫% শেখা হয়ে যাবে। ২য়, ৩য় ও ৪র্থ লেভেল শেষ করলে সম্পূর্ণ কুরআন অর্থসহ বুঝার যোগ্যতা হয়ে যাবে, ইনশাআল্লাহ।

আমাদের সকল কোর্স অনলাইনে হয়। অফলাইনে আমাদের কোনো কোর্স পরিচালিত হয় না।

অনলাইনে জুম অ্যাপে লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের কোর্সগুলো পরিচালিত হয়। ফলে বিশ্বের যে কোনো স্থান থেকে যে কেউ খুব সহজেই আমাদের ক্লাসে যুক্ত হতে পারেন।

আমাদের প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড থাকে। ক্লাস শেষ হবার সাথে সাথেই ভিডিওটি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়। ফলে পরবর্তীতে ক্লাসটি দেখে নেয়া যায়।

আমরা বিভিন্ন মোবাইল অ্যাপ, ফ্ল্যাশকার্ড, ইবুক, লেকচার শিটসহ নানা ধরনের স্টাডি ম্যাটেরিয়াল ফ্রিতে দিয়ে থাকি। এছাড়া ‌‌’কুরআনের শব্দাবলি’ শিরোনামে আমাদের একটি বুক সিরিজ রয়েছে। সেটির হাডর্কপি কপি আলাদাভাবে কিনতে হবে।

আমাদের ওয়েবসাইট থেকে বইটির পিডিএফ কপি ও হার্ডকপি সরাসরি কিনতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে (01537771445) নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে অর্ডারের অনুরোধ করলে ২/৩ দিনের মধ্যেই আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দিবো ইনশাআল্লাহ্‌। সেক্ষেত্রে বই হাতে পাওয়ার পরে টাকা দিলেই চলবে। অথবা আপনি চাইলে এ লিঙ্কে গিয়ে রকমারি থেকেও আমাদের বইটি অর্ডার করতে পারেন।

লিঙ্কে গিয়ে আপনার পছন্দ মতো একটি কোর্স পছন্দ করুন। আপনার বিকাশ, নগদ, রকেট বা যে কোনও ব্যাংক কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে সহজেই কোর্স ফি প্রদান করুন। বিশ্বের যে কোনও স্থান থেকে কোর্স ফি প্রদান করে কোর্সে ভর্তি হবার সুযোগ রয়েছে। ভর্তি হবার প্রক্রিয়া সহজ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।

আপনার যে কোনো জিজ্ঞাসার জন্য সরাসরি কল/ম্যাসেজ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠাতে পারেন। আমাদের নম্বর: 01537771445। কিংবা ইমেইল করতে পারেন এই ঠিকানায়: qarabic.net@gmail.com