আরবি শেখাটা স্পুন ফিড করা হয়েছে!
সহজে আরবি ভাষা শেখার অনেকগুলো কোর্স চারপাশে বর্তমানে আছে। কিন্তু এই কোর্সটি করার পর মনে হলো শেখার পর সেটা প্র্যাক্টিস করার যত রকম উপায় আছে, তার সবগুলোই হাতের নাগালে এসে গেছে। আরো সহজে বলতে গেলে, কোর্সে আরবি শেখাটা স্পুন ফিড করা হয়েছে। শুধু প্রতিদিন যে সময়টা আপনি শেখার জন্যে দিতে চান, সেটা দেয়া হলেই ইনশাআল্লাহ খুব দ্রুত পরিবর্তনগুলো ধরা দেবে।
তালহা তাসনিম (৪র্থ ব্যাচ)
অফিসার, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন, ব্র্যাক
কুরআনকে নতুনভাবে জানতে পেরেছি
আলহামদুলিল্লাহ, এই কোর্সটি করার মাধ্যমে আমি আল-কোরআনকে জানার জন্য তীব্র আকাঙ্খা অন্তরে অনুভব করেছি। এই কোর্সটিতে অত্যন্ত সহজ পদ্ধতিতে আমাদেরকে কোরআনে ব্যবহৃত নিয়ম এবং শব্দগুলো শেখানো হয়েছে। এগুলো জানার পরই কেবল অনুভব করেছি যে এতদিন কোরআনকে যেভাবে পড়েছি তাতে কোরআন সম্পর্কে কিছুই শিখতে পারিনি।
মারিয়াম জামিলা (৫ম ব্যাচ)
প্রভাষক, ইবনে সিনা মেডিকেল কলেজ
মাদ্রাসায় পড়েও যা শিখতে পারিনি!
আপনার পড়ানোর স্টাইল আমার খুবই ভালো লাগে। বহু বছর ধরেও আমি যা শিখতে পারিনি, এই ২০টি ক্লাসের মাধ্যমে সেগুলো বুঝতে সক্ষম হয়েছি। আপনার মাধ্যমে কোনো রকম ভয়ডর ছাড়াই অত্যন্ত সহজ ও সাবলীল নিয়মে শিখতে পেরেছি। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। এবং আপনি যেন আরও সুন্দর ও সহজ নিয়মে দীনের খেদমত করতে পারেন, আল্লাহ সেই তওফিক বেশি বেশি দান করুন। আমিন।
আল আমিন (৫ম ব্যাচ)
ফাজিল ফলপ্রার্থী, কুশলা নেসারিয়া ফাজিল মাদ্রাসা
জেনারেল স্টুডেন্টদের জন্য উপযোগী
আমি আরবি ভাষা শিক্ষা কোর্সের ২য় ব্যাচের শিক্ষার্থী ছিলাম। আমি একজন জেনারেল স্টুডেন্ট। এর পূর্বে আরবি ভাষা সম্পর্কে আমার জ্ঞান ছিল পুরোপুরি জিরো লেভেলের। এই কোর্সের মাধ্যমে আরবি ভাষা সম্পর্কে অনেক কিছু শিখেছি, আলহামদুলিল্লাহ। জোবায়ের ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা। অনেক আন্তরিকতার সাথে তিনি বিষয়গুলো আমাদের কাছে সহজ করে উপস্থাপন করেছেন। তাই বলবো, জেনারেল স্টুডেন্টদের জন্য আরবি ভাষা ভয়ের কারণ নয়, বরং অনেক সহজ; যদি এরকম একটি প্লাটফর্মে শেখা যায়।
মোছাঃ রেবেকা সুলতানা (৬ষ্ঠ ব্যাচ)
স্কুল শিক্ষিকা
ভালোভাসা নিয়ে কুরআন পড়ি এখন
আলহামদুলিল্লাহ। স্যার, আমি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)। আমি আগে আল্লাহর ভয়ে কোরআন পড়তাম, কিন্তু এখন তার সাথে ভালোবাসাও যুক্ত হয়েছে। আল্লাহর শোকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ যেন এর জাযা এমনভাবে দেন যাতে আপনি সত্যিকারের সফলতা পেয়ে যান। আমীন।
রাজিব আহমদে
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার
সহজভাবে কুরআনের ভাষা শিক্ষা
আলহামদুলিল্লাহ!
আমি অনেক চমৎকার একটি কোর্সে অংশ নিতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে—এটি কুরআনের ভাষা শেখার অন্যতম সহজ ও উপকারী কোর্স।আমি আমার কলিগদের মধ্যে যাদের কুরআনের ভাষা শেখার আগ্রহ রয়েছে, তাদেরকে এই কোর্স সম্পর্কে জানিয়েছি এবং কয়েকটি বইও বিতরণ করেছি।আমি দোয়া করি—আল্লাহ পাক প্রিয় জোবায়ের ভাইয়ের সকল প্রচেষ্টা কবুল করুন।
আমি অনেক চমৎকার একটি কোর্সে অংশ নিতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে—এটি কুরআনের ভাষা শেখার অন্যতম সহজ ও উপকারী কোর্স।আমি আমার কলিগদের মধ্যে যাদের কুরআনের ভাষা শেখার আগ্রহ রয়েছে, তাদেরকে এই কোর্স সম্পর্কে জানিয়েছি এবং কয়েকটি বইও বিতরণ করেছি।আমি দোয়া করি—আল্লাহ পাক প্রিয় জোবায়ের ভাইয়ের সকল প্রচেষ্টা কবুল করুন।
Abdul Malek Miah (১৬ তম ব্যাচ)
উস্তাদ ও কোর্সের প্রতি ভালোবাসা
আলহামদুলিল্লাহ। অতি সহজ পদ্ধতিতে এবং খুব অল্প সময়ে কুরআনের ভাষা আরবি শেখার একটি অনন্য প্ল্যাটফর্ম হলো — “কুরআনের ভাষা আরবি শিখি (লেভেল-১)”।অনলাইনভিত্তিক যত কোর্স রয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে সহজ ও ফলপ্রসূ পদ্ধতিতে সাজানো হয়েছে—এমনটাই আমার উপলব্ধি। ইনশাআল্লাহ, আমি আমার পরিচিতদেরও এই কোর্সে অংশগ্রহণের জন্য উৎসাহ প্রদান করবো।
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শেখায়।”ব্যক্তিগতভাবে আমি উস্তাদ জোবায়ের ভাইয়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করি—আল্লাহ যেন তাঁর এই কাজে বরকত দান করেন, বহু গুণে বৃদ্ধি করেন এবং তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন।
আল্লাহুম্মা আমিন!
Md Nasir Uddin (১৭ তম ব্যাচ)
কুরআন শেখার জন্য উপযুক্ত ভিত্তি
আলহামদুলিল্লাহ এই কোর্সটি ছিল সত্যিই অসাধারণ—পড়াশোনার কৌশল, শিক্ষাদানের মান, প্রতিদিনের কুইজ মূল্যায়নসহ নানা দিক থেকে এটি আমাকে মুগ্ধ করেছে। আমি এই কোর্সে অংশ নিতে পেরে আনন্দিত ও কৃতজ্ঞ।এই কোর্সের মূল লক্ষ্য ছিল কুরআনের শব্দ শেখা, যা কুরআন বোঝার সক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে। প্রতিটি শব্দ কুরআনে কোথায় ব্যবহৃত হয়েছে, তার উদাহরণসহ শেখানো হয়েছে—এই পদ্ধতিটি মুখস্থ করার ভিত্তিকে শক্তিশালী করেছে এবং কুরআনের গভীরতা অনুধাবনে সহায়ক হয়েছে।এছাড়াও কোর্সে ব্যবহৃত উপকরণগুলো ও ইন্টারনেট লিংকসমূহ ছিল মানসম্মত। এই কারণেই আমি মনে করি—যদি কেউ সত্যিকারের চেষ্টা করে, তাহলে এই কোর্সটি কুরআন শেখার যাত্রার জন্য সেরা মৌলিক কোর্সগুলোর একটি হয়ে উঠতে পারে।
আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
জাযাকাল্লাহু খাইরান!
Abrar Bin Shafi
(ছাত্র), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
Uniquely Wonderful Teaching Style
Alhamdulillah I am satisfied with the course which I’ve recently done.It was a well accomplished course.All classes were duely held according to the schedule and the course module.One thing I must appreciate that the environment is very neat & clean,we had never experience any unnecessary gossiping or chaos during the whole course where both male & female students learnt together.Zazakallahu khairan to our teacher who is well versed at arabic and other languages and helped us with his best.The teaching method is Uniquely wonderful. I request people to enroll this course who are interested in learning arabic and passionate about exploring the Quran.
Erina Rawsan Meem (১৯ তম ব্যাচ)
যুক্তরাষ্ট্র থেকে কুরআনের যাত্রা
আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাকে “কুরআনের ভাষা আরবি শিখি” কোর্সটি পরিচালনার জন্য জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা।আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল অন্তত ৫০% কুরআন বুঝতে পারা। আলহামদুলিল্লাহ, এখন আমি প্রায় ৭০% পর্যন্ত বুঝতে পারি—এটি আমার জন্য একটি বড় অর্জন। আমি যুক্তরাষ্ট্র থেকে এই কোর্সে অংশ নিয়েছি। আমাদের সময় অনুযায়ী ক্লাসগুলো দিনের বেলা, অফিস টাইমে হতো। তাই অধিকাংশ দিন আমি ক্লাসগুলো রেকর্ডিং দেখে সম্পন্ন করেছি। আপনার শিক্ষণশৈলী এবং পদ্ধতি কাজটিকে অবিশ্বাস্যভাবে সহজ করে দিয়েছে। এই শেখার অভিজ্ঞতা ছিল উপভোগ্য, কার্যকর এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমি আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আপনাকে উত্তম প্রতিদান দেন এবং এই মহৎ কাজে আরও বরকত দান করেন। জাযাকাল্লাহু খাইরান!
তানভীর উর রহমান (১৯ তম ব্যাচ)
অর্থসহ কুরআন শেখার শ্রেষ্ঠ কোর্স
আলহামদুলিল্লাহ। কুরআনের অর্থসহ শেখার জন্য এই কোর্সটির মতো ভালো রিসোর্স আমি আর পাইনি। অনেক জটিল বিষয় এই কোর্সের মাধ্যমে খুব সহজেই বুঝতে ও শিখতে পেরেছি। আমি সত্যিই খুবই উপকৃত হয়েছি। আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করুন।
Md Jaman Uddin Khan (১৯ তম ব্যাচ)
সহজ পদ্ধতিতে কুরআনের ভাষা শেখা
আলহামদুলিল্লাহ। খুব সহজে কুরআন বুঝে পড়ার জন্য এটি একটি অত্যন্ত উপযোগী কোর্স। উস্তাদজি খুবই যত্ন ও আগ্রহের সঙ্গে পড়ান। যেকোনো সমস্যার সমাধানেও তিনি সহযোগিতা করেন। এত অল্প সময়ে কুরআনের এতটা অংশ বোঝা—আসলে এটি আল্লাহর রহমত, আর উস্তাদজির মেহনত ও মেধার ফসল। আল্লাহ যেন তাঁর এই মেহনত কবুল করেন এবং এতে বারাকাহ দান করেন।
Seema Siddiqua (২১ তম ব্যাচ)
Highly Recommended Quranic Arabic Course
Amazing course. The Teacher was very helpful and teaching method excellent. Alhamdulillah i am very happy i found this course. I am recommending to my friends and family about this course.
Nahida Chowdhury (২৬ তম ব্যাচ)
সহজ গ্রামারে কুরআন শেখা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোর্সটি করে সত্যিই অনেক ভালো লেগেছে। এখানে খুব সহজভাবে, কোনো ঝামেলা ছাড়াই গ্রামার বোঝানো হয়েছে। এই কোর্সের লেভেল ২ সম্পন্ন করার ফলে এখন কুরআন বুঝতে আমার জন্য মোটামুটি সহজ লাগে। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন।
جَزَاكَ اللهُ خَيْرًا فِي الدُّنْيَا وَالآخِرَةِ
আমিন।
Abdul Wahab (২৬ তম ব্যাচ)
খাঁটি স্বর্ণের মতো এক কোর্স
আলহামদুলিল্লাহ। শুরুতেই আল্লাহ তায়ালার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি—কারণ, তাঁর অমীয় বাণী আল-কুরআনের ভাষা শেখার সুযোগ পেয়ে “কুরআনিক অ্যারাবিক কোর্স – লেভেল ১” সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। আল-কুরআনের ভাষা শেখার চেষ্টা আমি অনেকদিন ধরেই করে আসছি। এ সময়ে বহু অনলাইন প্ল্যাটফর্ম খুঁজে দেখেছি, কিন্তু শুধুমাত্র কুরআনে ব্যবহৃত শব্দের মাধ্যমে ভাষা শেখানোর মতো এমন কোনো কোর্স আমার নজরে পড়েনি (যদিও এমনটি থাকতে পারে)। এই দিকটি বিবেচনা করলে আমি নিঃসংকোচে এই কোর্সকে “খাঁটি স্বর্ণ” বলে তুলনা করতে চাই—যার মধ্যে কোনো খাদ নেই। পরিশেষে এতটুকু বলতে পারি—যদি কেউ এই কোর্সের প্রতিটি ক্লাসে মনোযোগ দিয়ে যুক্ত থাকেন, তাহলে তিনি অবশ্যই উপকৃত হবেন, ইনশাআল্লাহ।
Md.Sagor Hossain (২৬ তম ব্যাচ)
শর্টকাটে কুরআন বোঝা
আলহামদুলিল্লাহ। অসাধারণ সব শর্টকাট টেকনিকের মাধ্যমে অল্প সময়ে কুরআন বোঝার মতো কোর্স আমি এর আগে কখনো দেখিনি!May Allah bless you and make your efforts a source of relief on the Day of Judgment.
MD. FARUK HOSSAIN (২৬ তম ব্যাচ)
কুরআন বোঝার অভিনব পথ
আলহামদুলিল্লাহ। আপনার কোর্সের প্রতিটি দিকই ছিল অতুলনীয়। শেখানো ও শেখার কৌশল ছিল একেবারে অভিনব! অনেক উপকার পেয়েছি, তবে আমি আবারও কোর্সটি করতে চাই। কুরআনকে পড়ে বুঝার মতো এত সুন্দরভাবে ডিজাইন করা কোর্স আমি পূর্বে কখনও দেখিনি। আল্লাহ পাক এই কোর্সটিকে কিয়ামতের দিনের কঠিন বিচার থেকে নাজাতের উসিলা বানিয়ে দিন—আমীন!
MD. FARUK HOSSAIN (২৬ তম ব্যাচ)
স্বপ্নপূরণের কুরআনিক সফর
আলহামদুলিল্লাহ। অনেক দিনের ইচ্ছা ছিল—কুরআনের অর্থ বুঝে তিলাওয়াত করতে।আল্লাহর রহমতে এখন কুরআন তিলাওয়াতে এক অদ্ভুত তৃপ্তি পাই। আপনার অসাধারণ পড়ানোর কৌশল ও কোর্স মেটেরিয়াল আমার বহুদিনের স্বপ্ন পূরণ করেছে। আল্লাহ আপনাকে নেক হায়াত দিন এবং উত্তম প্রতিদান দিন—আমীন!
Md. Lutfor Rahman Labu (২৬ তম ব্যাচ)
সাধারণদের জন্য অসাধারণ কোর্স
আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করছি। কোর্সটি সাধারণ শিক্ষিতদের জন্য খুব সহজে কুরআনের অর্থ শেখার একটি ভালো উপায়। প্রশিক্ষক জনাব জুবায়ের ভাইকে এ বিষয়ে গবেষণা ও কোর্স আয়োজনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। আমীন।
Md. Wahidul Kabir (২৭ তম ব্যাচ)
অল্প সময়ে অনেক কিছু
আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে, তিনি আমাকে এই কোর্সে পড়ার তাওফিক দান করেছেন। এই কোর্সটি করে আমি কখনো ভাবিনি যে এত কম সময়ে এত কিছু শিখতে পারব। আলহামদুলিল্লাহ। জোবায়ের আল মাহমুদ স্যারকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উচ্চ মাকাম দান করুন।
আমীন।
Tanjina Akter (২৭ তম ব্যাচ)
অর্থ বোঝার এক বিপ্লব
আলহামদুলিল্লাহ, এ কোর্সটি সম্পূর্ণ করে এখন আমি কুরআনের অধিকাংশ অর্থই বুঝতে পারি। এটি সম্ভব হয়েছে মূলত আপনার পূর্বেই প্রস্তুতকৃত কোর্স ম্যাটেরিয়ালের কারণে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করুন।
আমিন।
Abu Bakar (২৭ তম ব্যাচ)
শিক্ষা, সৌজন্য আর সংবেদন
আলহামদুলিল্লাহ, অনেক ভালো এবং যথেষ্ট সমৃদ্ধ একটি কোর্স শেষ করতে পেরেছি। আপনার শেখানো ও শেখার কৌশল আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনার আচরণ ও সম্বোধন ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী এবং সুন্দর। কোর্স সংশ্লিষ্ট সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া।
Mohammad Habibur Rahman (২৭ তম ব্যাচ)
অনলাইন কোর্সে বাস্তব উপকার
কোর্সটি খুবই কার্যকর। যদিও শুরুতে ভাবছিলাম—অনলাইন কোর্স কেমন হবে? কিন্তু আলহামদুলিল্লাহ, কোর্সটি ছিল অত্যন্ত সহজ ও সুন্দরভাবে সাজানো। প্রায়ই মনে পড়ত আল্লাহর সেই বাণী—“আমি কুরআনকে সহজ করে দিয়েছি তোমাদের জন্য।” এখন সত্যিই তা উপলব্ধি করতে পারছি। আমি ইতোমধ্যে আমার ফ্রেন্ড সার্কেলে এই কোর্সটি সাজেস্ট করেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব—বিশেষ করে ইসলামিক মানসিকতা সম্পন্ন সাধারণ শিক্ষিতদের জন্য এটি সত্যিই উপযোগী। এই কোর্সের প্রতিদান হিসেবে আল্লাহ যেন জুবায়ের হুজুরকে জান্নাত দান করেন—আমিন। এত সুন্দর ও সহজভাবে কুরআনের ভাষা উপস্থাপন করার জন্য আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা।
Shamim Mollick (২৭ তম ব্যাচ)
সবাইর জন্য প্রয়োজনীয় কোর্স
আলহামদুলিল্লাহ। কোর্সটি করে আমি খুবই উপকৃত হয়েছি।
আপনার শেখানোর পদ্ধতি ছিল অত্যন্ত চমৎকার। আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আপনার এই মিশনকে কবুল করেন। আর যারা কুরআনকে সহজভাবে বুঝতে চান, তাদের জন্য এই কোর্সটি করা সত্যিই জরুরি।
Md Imran Hossain (২৮ তম ব্যাচ)
আলহামদুলিল্লাহ, অনেক উপকার পেয়েছি
আলহামদুলিল্লাহ, আপনাদের কোর্সটি করে আমি অনেক উপকৃত হয়েছি। আরবি ভাষা শেখার এরকম কোনো কোর্সের সাথে আমি আগে কখনও যুক্ত ছিলাম না। তবে অনেকদিন ধরেই শেখার ইচ্ছা ছিল।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আপনাদের মাধ্যমে সেই শেখার সুযোগ করে দিয়েছেন।
Tanjila Akter Bethe (২৯ তম ব্যাচ)
উপকারী ছিল লেভেল-১ কোর্স
আলহামদুলিল্লাহ, কুরআনের ভাষা শেখার জন্য কোর্সটি খুবই উপকারী ছিল। গ্রামারের নিয়মসহ লেভেল-১ এর বইটি যদি পুনরায় প্রকাশ করা হয়, তবে আমরা আরও বেশি উপকৃত হব। আপনার কাছ থেকে যা শিখেছি, তার জন্য চিরকৃতজ্ঞ থাকব। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
মুMuhammad Ruhul Amin (৩০ তম ব্যাচ)
Blessings for a Noble Teacher
Honestly it’s great effort to make easy to understand quranic arabic ..!But unfortunately we couldn’t achieve full benefit of the course due to my professional issues and duty schedule. Thanks for ustad Jubair for your support and great patience to repeatedly explaining the issues until we understood…! Really appreciated your best efforts. Wish you all the best with good health and long life.
Capt. Md Belal Uddin (৩০ তম ব্যাচ)
সাজানো এক বরকতময় কোর্স
মাশা আল্লাহ! কোর্সটি আপনি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন।
একজন শিক্ষক হিসেবে আপনি নিঃসন্দেহে অসাধারণ। কোর্স সম্পর্কে বলার কিছু নেই—এক কথায় অসাধারণ। এটাই ছিল আমার অনলাইনে করা প্রথম কোনো কোর্স। পাঠ্য বিষয় ছাড়াও, আমি যেটা সবচেয়ে বেশি অনুসরণ করেছি তা হলো—আপনার কথা বলার ধরণ, চালচলন ও ব্যবহার। মাশা আল্লাহ, সবই খুবই চমৎকার। এই কোর্স থেকে আমি অনেক বেশি শিক্ষা অর্জন করেছি। আলহামদুলিল্লাহ। সবশেষে বলতে চাই—মহান আল্লাহ যেন আপনার এই মেহনত কবুল করেন। আল্লাহ যেন আপনার ইলমে বারাকাহ দান করেন এবং আপনাকে ও আমাদের সবাইকে দীনের পথে কবুল করেন। আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন।
আমীন।
Tamanna (৩০ তম ব্যাচ)
সাজানো এক বরকতময় কোর্স
মাশা আল্লাহ! কোর্সটি আপনি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন।
একজন শিক্ষক হিসেবে আপনি নিঃসন্দেহে অসাধারণ। কোর্স সম্পর্কে বলার কিছু নেই—এক কথায় অসাধারণ। এটাই ছিল আমার অনলাইনে করা প্রথম কোনো কোর্স। পাঠ্য বিষয় ছাড়াও, আমি যেটা সবচেয়ে বেশি অনুসরণ করেছি তা হলো—আপনার কথা বলার ধরণ, চালচলন ও ব্যবহার। মাশা আল্লাহ, সবই খুবই চমৎকার। এই কোর্স থেকে আমি অনেক বেশি শিক্ষা অর্জন করেছি। আলহামদুলিল্লাহ। সবশেষে বলতে চাই—মহান আল্লাহ যেন আপনার এই মেহনত কবুল করেন। আল্লাহ যেন আপনার ইলমে বারাকাহ দান করেন এবং আপনাকে ও আমাদের সবাইকে দীনের পথে কবুল করেন। আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন।
আমীন।
Tamanna (৩০ তম ব্যাচ)
হুজুরের জন্য দোয়া রইল
মাশাআল্লাহ, আমার মনে হয়—কুরআনের ভাষা শেখার জন্য এটি সবচেয়ে সহজ একটি কোর্স। আলহামদুলিল্লাহ, উপস্থাপনাটি ছিল অসাধারণ। আল্লাহ হুজুরের হায়াতে বারাকাহ দান করুন।
আমিন।
Md Sultan Ali (৩১ তম ব্যাচ)
ধৈর্যপূর্ণ শেখানোর অনন্য ধারা
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর নিকট শুকরিয়া।
অনেক ব্যস্ততার কারণে সবগুলো ক্লাসে উপস্থিত থাকতে না পারলেও শুরু থেকে শেষ পর্যন্ত কোর্সের সাথে যুক্ত ছিলাম। এই কোর্স থেকে আমি ক্রিয়াবাচক শব্দগুলোর রূপান্তর অল্প সময়েই রপ্ত করতে পেরেছি। আপনার শেখানোর কৌশল ছিল সত্যিই অসাধারণ। লেভেল–২ এর অপেক্ষায় রইলাম। আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। সবশেষে, আল্লাহ যেন আপনার এই ধৈর্যপূর্ণ ও আন্তরিক ক্লাস পরিচালনার জন্য উত্তম পুরস্কার দান করেন।
Abdul Mannan (৩১ তম ব্যাচ)
কঠিন নয়, সহজ ছিল এবার
আসসালামু আলাইকুম, স্যার।
আমি আগেও একটি কোর্সে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু ক্লাসগুলো অনেক কঠিন মনে হতো, তাই শেষ করতে পারিনি। সেখানে পুরো ক্লাসটাই ছিল শুধু পড়া আর পড়া। কিন্তু আপনার ক্লাসগুলো অনেক সহজভাবে উপস্থাপন করেছেন, তাই এবার আমি ক্লাসগুলো শেষ করতে পেরেছি—আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লেগেছে—আপনার ক্লাস তিনটি ভাগে বিভক্ত ছিল: কুইজ, প্রশ্নোত্তর ও পাঠ। এতে ক্লাসে একঘেয়েমি আসেনি। সবচেয়ে ভালো লেগেছে—স্যার, আপনি প্রতিটি শিক্ষার্থীর কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আপনি খুবই ধৈর্যশীল একজন শিক্ষক। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
জাযাকাল্লাহু খাইরান।
Taslima (৩১ তম ব্যাচ)
এই কোর্স চলুক অবিরাম
কোর্সটি করতে পেরে আমি মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করছি। আপনার মাধ্যমে শিখতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ—আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কোর্সটি চালু থাকলে অনেক মুসলিম ভাই কুরআন শিক্ষা নিতে পারবেন এবং বাংলা অর্থ বুঝতে সক্ষম হবেন।
Md Tarikuzzaman (৩১ তম ব্যাচ)
সবাইর জন্য আরবি সহজ
কুরআনিক অ্যারাবিক কোর্সটি আরবি ভাষা শেখার ক্ষেত্রে চমৎকার একটি কোর্স। এই কোর্সের মাধ্যমে আমার আরবি ভাষা নিয়ে ভীতিভাব দূর হয়েছে এবং আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। সাধারণ শিক্ষায় শিক্ষিত যে কোনো ভাই-বোনের জন্য এই কোর্সটি কুরআনের ভাষা, অর্থাৎ আরবি শেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর্সের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
A.B.M. Raqibul Hasan (৩১ তম ব্যাচ)
রিক্লেইমিং দ্য মস্ক—চোখ খুলে দিল
জুবায়ের ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুন।
আমি এমন একটি পরিবারে বড় হয়েছি এবং বিয়ের পরেও এমন একটি পরিবারের সাথে যুক্ত হয়েছি, যারা ইসলামের নামে মানুষকে টর্চার করে। আল্লাহ মাফ করুন। আমি প্রথমে আপনার অনুবাদ করা ‘রিক্লেইমিং দ্য মস্ক’ বইটির মাধ্যমে আপনাকে চিনেছি। এরপর পেয়েছি আপনার কোর্সের খবর। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন এই বইটি অনুবাদ করার জন্য। বইটির প্রতিটি পৃষ্ঠা যেন আমার হৃদয়ের ক্ষতে দয়া হয়ে প্রলেপ দিচ্ছে। আমরা বর্তমানে যে ‘ইসলাম’ চর্চা করছি, সেই মূল ইসলামের পথ থেকে অনেক দূরে আছি—এই উপলব্ধি গভীরভাবে আহত করে। আপনার বই আমাকে এই বাস্তবতা বুঝতে সাহায্য করেছে।
“মেয়েরাও মানুষ”—এই সত্যটি অনেকেই এখনো বোঝে না।
দোয়া করবেন আমার জন্য, যেন আমি প্রকৃত ইসলামের স্বাদ অনুধাবন করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তাঁর কাছেই ফিরে যেতে পারি।
আল্লাহ যেন সমগ্র উম্মতে মুহাম্মদীকে কবুল করেন। আর আপনার কুরআনের খেদমতের জন্য জানাই আন্তরিক মোবারকবাদ।
জাযাকাল্লাহু খাইরান।
Shahana Firoza (৩১ তম ব্যাচ)
One of the Best Courses
Alhamdulillah, this course is one of the best course specially designed for the students of Non Arabic back ground. Anyone who regularly attend the class and complete his home work as per the direction of our honorable course teacher will be highly benefitted from this course and at least 50% of thr holly Qur’an can easily be understood after successful completion of this course. May Allah help you to serve the ummah and accept all your efforts.
Mohammad Mohiuddin Hashemi (৩১ তম ব্যাচ)
সবচেয়ে শান্তিময় শেখার অভিজ্ঞতা
আমি অনলাইনে অনেক বিষয়ে অনেক কোর্স করেছি,
কিন্তু আপনার মতো কাউকে পেয়ে কখনো এত শান্তি পাইনি।
সকল দিক থেকে আমি এই কোর্সে অংশ নিয়ে সত্যিই আনন্দ উপভোগ করেছি। আপনার জন্য আল্লাহর কাছে নেক হায়াত কামনা করছি—
যাতে আমার মতো আরও অনেক মানুষ উপকৃত হতে পারে।
Abdul Momin (৩২ তম ব্যাচ)
আলহামদুলিল্লাহ, নিজেকে ধন্য মনে করি
জীবনের শেষ প্রান্তে এসে ভার্চুয়ালভাবে কুরআন অর্থসহ পড়তে শিখে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। এই কোর্স পরিচালনায় আপনার ধৈর্য, কোর্সের কারিকুলাম, এবং গুগল শিটের মাধ্যমে তৈরি বিভিন্ন স্লাইড আমাদের মুগ্ধ করেছে। এটি ছিল সকল বয়সের জন্য এক অসাধারণ ও যুগোপযোগী কুরআন শিক্ষার কৌশল। সকল শ্রেণি ও বয়সের মানুষের জন্য এটি অনেকটাই সহজবোধ্য। জাযাকাল্লাহু খায়রান।
Md. Mosharrof Hossain (৩৩ তম ব্যাচ)
সাধারণদের জন্য কুরআন সহজ
যারা মাদ্রাসা পড়ুয়া, তাদের জন্য এই কোর্সটি অত্যন্ত চমৎকার। কারণ তারা অনেক কিছু আগে থেকেই জানে, তবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কিছু ঘাটতি থেকেই যায়। সেই ঘাটতি পূরণের জন্য এই কোর্সটির তুলনা হয় না। আর আমরা যারা জেনারেল পড়ুয়া—জীবনে অনেক পড়াশোনা করেছি, অনার্স-মাস্টার্স পাস করেছি, বহু উপন্যাস, নাটক, নোবেল পড়েছি—তাদের জন্য এই কোর্সটি আরও বেশি উপকারী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমরা কুরআন শরীফের মাত্র ১১৪টি সূরাও অর্থসহ পড়তে পারি না। এর চেয়ে বড় আফসোস আর কী হতে পারে? আমাদের দেশে এক শ্রেণির আলেম মনে করেন—কুরআন শরীফ সহীহভাবে পড়া, অর্থ বোঝা বা বোঝানো শুধুমাত্র তাদের মাধ্যমেই সম্ভব। এই মনোভাবের কারণেই অনেক সাধারণ শিক্ষিত মানুষ আরবি শেখার আগ্রহ হারিয়ে ফেলে। তবে এই জায়গায় আপনাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। মহান আল্লাহ আপনাকে উত্তম জাযা দিন—ইনশাআল্লাহ। কারণ আপনি সাধারণ পড়ুয়াদের জন্য একটি শর্টকাট, সুন্দরভাবে সাজানো ও গোছানো এমন একটি পদ্ধতি তৈরি করেছেন, যা সত্যিই সহজ ও কার্যকর।
MD Ibrahim khalil (৩৪ তম ব্যাচ)
হাজারো শিক্ষার্থীর জন্য আলো
আসসালামু আলাইকুম। স্যার, আমি ভারত থেকে বলছি।
আপনার কোর্সের যে নিয়মাবলী ও পরিকল্পনা, তাতে করে হাজার হাজার ছেলে-মেয়ে অল্প খরচে এবং অল্প সময়ে কুরআন আয়ত্ত করতে পারবে—ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ ও নিরাপদ রাখুন।
আমিন।
Jaripa khatun (৩৪ তম ব্যাচ)
নারী-পুরুষ সবার জন্য উপযোগী
কোর্সটি করে আমি খুবই উপকৃত হয়েছি। ভাইয়া আমাদের ক্লাসগুলো খুব সহজ এবং সাবলীল ভাষায় করিয়েছেন। আমি মনে করি, নারী-পুরুষ নির্বিশেষে সবারই এই কোর্সটি করা উচিত। আমাদের মেন্টর জুবায়ের ভাইসহ কোর্সের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।
আমিন।
Afrin Aziz (৩৪ তম ব্যাচ)
সহজ, গভীর ও কার্যকর কোর্স
আলহামদুলিল্লাহ, ক্লাসটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যারা একেবারেই আরবি জানেন না, তাদের জন্য এটি খুবই সহজবোধ্য।
আর যাদের আগে থেকেই কিছুটা জ্ঞান আছে, তাদের জন্য বিষয়গুলো আরও গভীরভাবে বুঝতে সহায়ক।
MD Hasan (৩৫ তম ব্যাচ)
সেবার মানে প্রশংসা প্রাপ্য
আমার দৃষ্টিতে—অসাধারণ!
উপস্থাপনা ছিল সাবলীল এবং প্রাণবন্ত। সেবার মানও প্রশংসার দাবিদার। সহজ থেকে কঠিন ক্রমে কোর্সটি বিন্যস্ত হওয়ায়, কুরআন পড়তে ও লিখতে জানেন এমন একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিও এই কোর্সটি করে উপকৃত হবেন—ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কুরআন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। সাথে সাথে কোর্স পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন।
আমিন!!
Golam Mostafa (৩৫ তম ব্যাচ)
সময়ের শ্রেষ্ঠ অনলাইন কোর্স
আমার দেখা অনলাইনভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি একটি অসাধারণ, সহজ এবং সময়ের সদ্ব্যবহারযোগ্য কোর্স।
আল্লাহ তাআলা এই কোর্সের শিক্ষককে উত্তম প্রতিদান দিন এবং সংশ্লিষ্ট সবার ইলম ও ফাহম (বোঝার ক্ষমতা) বৃদ্ধি করুন—আমিন।
পাশাপাশি, যদি একটি সহীহ কুরআন শিক্ষা কোর্সও চালু করা হতো, তাহলে আরও উপকার হতো ইনশাআল্লাহ।
Alauddin sarker (৩৫ তম ব্যাচ)
Age Is Not a Barrier
It’s a nice course to learn how to meaning Al Quran. Though I was not regular, but this course opened my mind . I am now above 60 but I feel fine to learn it. Inshallah I will admit next course. I know there is no alternative to practice. Please pray for me so that can adhere to it.
Md. Mosabbir Hossain (৩৫ তম ব্যাচ)
ছোট ছোট নিয়মেই বড় উপকার
আলহামদুলিল্লাহ, এই কোর্সে আমার সবচেয়ে বেশি উপকার হয়েছে ক্রিয়াপদের রূপান্তর চেনার ক্ষেত্রে।
এছাড়াও যুক্ত সর্বনাম কোনটি এবং কিভাবে এর মাধ্যমে অর্থ পরিবর্তিত হয়, সাবজেক্ট ও অবজেক্ট চেনা, এবং একটি আয়াত কীভাবে ভেঙে ভেঙে অর্থ তৈরি করা যায় ইত্যাদি।
Aklima Anowar Khan (৩৭ তম ব্যাচ)
শৈশবের স্বপ্ন আজ পূর্ণ
আলহামদুলিল্লাহ, আরবি শেখার আগ্রহ আমার সেই ছোটবেলা থেকেই, যখন আমি স্কুলে পড়তাম। কিন্তু অনেক কারণে তখন আরবি শেখার সুযোগ হয়ে ওঠেনি। বর্তমানে আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। অনলাইনে বিভিন্ন সোর্স থেকে অল্প অল্প করে আরবি শেখার চেষ্টা করেছি এবং এখনো করছি। একদিন ফেসবুকে আপনাদের কোর্সটি সামনে এলো। এর আগেও অনেক কোর্স চোখে পড়েছে, কিন্তু আমি একজন শিক্ষার্থী হওয়ায় কখনো কোর্স ফি, কখনো সময় না মেলার কারণে অংশগ্রহণ করা হয়ে ওঠেনি। এই কোর্সটি আমার কাছে যেন আল্লাহর পক্ষ থেকে একটি উপহার হিসেবেই এসেছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে, তিনি আমাকে ধৈর্য ধরে কোর্সটি করার তাওফিক দিয়েছেন। সেই সঙ্গে দোয়া করি—আল্লাহ যেন যুবায়ের স্যারের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং তাঁকে উত্তম প্রতিদান দান করেন।
Samin Yeaser Soumee (৩৬ তম ব্যাচ)
প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের লেভেল ১ কোর্সটি সম্পন্ন করতে পেরেছি। একজন জেনারেল লাইনের ছাত্রী হিসেবে আরবি শেখা আমার কাছে ছিল এক স্বপ্নের মতো। যখন থেকে দ্বীনের ব্যাপারে জানতে শুরু করেছি, তখন থেকেই এই আকাঙ্ক্ষা ছিল—কমপক্ষে কুরআনের অনুবাদ যেন বুঝে পড়তে পারি। এই লক্ষ্য নিয়ে অনেক দিন ধরেই এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম। আল্লাহর রহমতে একদিন ফেসবুকে আপনাদের কোর্স সম্পর্কে জানতে পারি।
এখানে ভর্তি হওয়ার পর যা পেলাম, তা আমার কল্পনারও বাইরে।
আল্লাহ আপনাদের মাধ্যমে আরবি শেখাকে আমার জন্য সহজ করে দিয়েছেন।
আলহামদুলিল্লাহ। পরিশেষে, আমি কৃতজ্ঞতা জানাই এই কোর্সের সম্মানিত উস্তাদের প্রতি, যিনি আমাদের অত্যন্ত আন্তরিকতার সাথে পাঠদান করেছেন। দোয়া করি, আল্লাহ যেন তাঁকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করেন। আমিন।
Tania Rahman (৩৬ তম ব্যাচ)
Easy Arabic, Deeper Understanding
It was an excellent arabic learning course, which would helps to share Islamic knowledge for Muslims. Your knowledge regarding issues & activities was really appreciable.I wishes your good health,mental peace, long life & also wishes best for this course.
Md Abdul Jalil (৩৭ তম ব্যাচ)
কুরআনের ভাষা এত সহজ!
আলহামদুলিল্লাহ, কুরআনের ভাষা বুঝতে পারা যে এত সহজ—তা আমি এই কোর্সটি না করলে কখনো জানতাম না। আল্লাহর কাছে লক্ষ কুটি শুকরিয়া, যিনি আমাকে এই কোর্সের মাধ্যমে শিখার তাওফিক দিয়েছেন। আর জোবায়ের স্যারকে অসংখ্য ধন্যবাদ, যিনি তাঁর জীবনের মূল্যবান সময় ব্যয় করে আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন।
Osman Goni (৩৯ তম ব্যাচ)
শুরুর আগ্রহে সফলতা
সত্যি বলতে, আপনাদের কোর্স নিয়ে আমার শুরু থেকেই অনেক আগ্রহ ছিল। যখন প্রথম এই কোর্স সম্পর্কে জানতে পারি, তখন বুঝি—এই কোর্সের মাধ্যমে আরবি ভাষা শেখার পাশাপাশি আমার মূল লক্ষ্য, অর্থাৎ আল-কুরআনের আয়াতের অর্থ বুঝতে পারার সুযোগও তৈরি হয়েছে।
আলহামদুলিল্লাহ, এই কোর্সের মাধ্যমে আমি এখন কুরআনের যেকোনো আয়াতের অর্থ মোটামুটি বুঝতে পারি। তবে আমি যা বুঝতে পেরেছি, তা অর্জনের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হয়েছে। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—নিয়মিত অনুশীলন। যেহেতু কুরআনে ব্যবহৃত শব্দ সংখ্যা সীমিত, তাই বারবার অনুশীলনের মাধ্যমে বোঝার ক্ষমতা আরও দৃঢ় হয়। একটি পরামর্শ দিতে চাই—কোর্সের যে নিয়মগুলো লিখিত আকারে লিংকে দেওয়া আছে, সেগুলো যদি ছোট ছোট ভিডিও আকারে প্রকাশ করেন, তাহলে আমাদের জন্য তা আরও বেশি সহায়ক হবে। বিশেষ করে, কুরআনের আয়াত ‘সার্কেল করে অর্থ করার’ পদ্ধতিটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই পদ্ধতির উপর একটি আলাদা ছোট ভিডিও দিলে খুব উপকার হতো। তাহলে বারবার পুরো ক্লাস খুঁজে দেখতে হতো না। আরেকটি অনুরোধ—‘ক্যাটাগরির নিয়মগুলো’ও যদি ভিডিও আকারে দেওয়া হয়, ইনশাআল্লাহ, তা আমাদের অনেক উপকারে আসবে। সর্বশেষে, আল্লাহ যেন আপনাদের এই মেহনত কবুল করেন এবং আপনাদের নেক হায়াত দান করেন।
আমিন।
Md. Shahedul Islam (৩৮ তম ব্যাচ)