কুরআনের শব্দাবলি শুনে কুরআন বুঝুন
কুরআনের শব্দাবলি মুখস্থ করতে যদি আপনার কঠিন লাগে, তাহলে নিচের ভিডিওগুলো দেখুন।
নিচে ৩ টা ভিডিও আছে। প্রত্যেকটা ২০ মিনিট করে। সবগুলো শুনতে মাত্র ১ ঘণ্টা সময় লাগবে আপনার। যদি এ ৩ টি ভিডিও বারবার শুনেন তাহলে কুরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত ৬০০ শব্দ আপনার শেখা হয়ে যাবে। এ ৬০০ শব্দ শিখলে কুরআনের প্রায় ৬ হাজার শব্দ মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
‘কুরআনের শব্দাবলি’ বইয়ে এ শব্দগুলো রয়েছে। বইগুলো সংগ্রহ করুন এখান থেকে।
‘কুরআনের শব্দাবলি’ বইগুলো পড়ার সাথে সাথে আপনার অবসর সময়ে যদি এ ভিডিওগুলো শুনেতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে নামাজে ইমাম সাহেবের তিলাওয়াত আপনি বুঝতে পারবেন।