আয়াতসহ অক্রিয়াপদ (১২১-১৪০)

121عَزِيزআযীযসর্বশক্তিমানأَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌআল্লাহ, পরাক্রমশালী, বিজ্ঞ।2:209
122مَآءমা’উনপানিأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءًতিনি আকাশ থেকে পানি নাযিল করেছেন6:99
123غَفُورগফূরক্ষমাশীলإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌনিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু।2:173
124صَالِحَاتِসলিহাতসৎ কাজإِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌযারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত85:11
125أَوَّلআউওয়ালপ্রথম, পূর্ববর্তীأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَআমি প্রথম মুসলিম6:163
126صَالِحসলিহসৎকর্মশীলأُولَٰئِكَ مِنَ الصَّالِحِينَওরা সৎকর্মশীল3:114
127نِسَآءনিছা’নারীنِسَائِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَّكُمْতোমাদের নারীরা তোমাদের পোষাক2:187
128صَادِقসদিকসত্যবাদীوَهُوَ مِنَ الصَّادِقِينَআর সে সত্যবাদী।12:27
129نَذِيرনাযীরসতর্ককারীأَنَا النَّذِيرُ الْمُبِينُআমি স্পষ্ট সতর্ককারী15:89
130عَيْنআইনচোখ, ঝরণাأَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِআমি কি তাকে দুই চোখ দেইনি?90:8
131قَرْيَةক্বর্‌ইয়াহগ্রাম, শহরضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةًআল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত বর্ণনা করেছেন16:112
132نَهَارনাহারদিনوَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰশপথ দিনের, যখন সে আলোকিত হয়92:2
133وَلَدওয়ালাদসন্তানلَمْ يَتَّخِذْ وَلَدًاতিনি কোনও সন্তান গ্রহণ করেননি17:111
134بَيِّنَةবাইয়িনাহসুস্পষ্ট প্রমাণجَاءَكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْতোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুষ্পষ্ট প্রমাণ এসেছে6:157
135رِزْقরিজ্‌কজীবিকাوَكُلُوا مِن رِّزْقِهِআর তোমরা তার রিজিক থেকে খাও67:15
136نَهَرনাহারনদীوَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَতিনি নদ-নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন।14:32
137جَمِيعজামী’সকলيَبْعَثُهُمُ اللَّهُ جَمِيعًاআল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন।58:18
138أَجَلআজালমেয়াদ, নির্দিষ্টকাল, সময়وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌপ্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে।7:34
139خَلْقখাল্‌কসৃষ্টিهَٰذَا خَلْقُ اللَّهِএটা আল্লাহর সৃষ্টি;31:11
140مَوْتমাওতমৃত্যুوَهُوَ يُحْيِي الْمَوْتَىٰতিনি মৃতদেরকে জীবিত করেন।42:9

আরো পড়ুন