আয়াতসহ অক্রিয়াপদ (১০১-১২০)

101أَحَدআহাদএক, যে কেউقُلْ هُوَ اللَّهُ أَحَدٌবল, তিনি একমাত্র আল্লাহ112:1
102دُنْيَاদুন্‌ইয়াপৃথিবীالْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌদুনিয়াবী জীবন তো কেবল খেলাধুলা ও কৌতক47:36
103فِرْعَوْنফির্‌’আউনফিরাউনاذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَফেরাউনের নিকট যাও20:24
104خَالِدখালিদচিরস্থায়ীوَهُمْ فِيهَا خَالِدُونَতারা সেখানে চিরস্থায়ী2:25
105عَالَمِينআলামীনবিশ্বজগতالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَযাবতীয় প্রশংসা সৃষ্টি জগতের পালনকর্তা আল্লাহর।1:2
106أَلِيمআলীমবেদনাদায়কفَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍতাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন।3:21
107مُبِينমুবীনস্পষ্টتِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِওগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত12:1
108إِنسَانইন্‌সানমানুষإِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍনিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত103:2
109عَمَلআমালকাজهَٰذَا مِنْ عَمَلِ الشَّيْطَانِএটা শয়তানের কাজ28:15
110وَجْهওয়াজ্‌হুনমুখ, অস্তিত্বكُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُসব ধ্বংস হবে, তার অস্তিত্ব ব্যতীত28:88
111قِيَامَةক্বিয়ামাহপুনরুত্থানلَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِআমি শপথ করি কেয়ামত দিবসের75:1
112يَوْمَئِذٍইয়াওমা’ইযিনসে দিনوَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে,52:11
113إِبْرَاهِيمইব্‌রাহীমইব্রাহীম (আ)سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।37:109
114قُرْآنকুর্‌আনকুরআনبَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ ‎বরং এটা মহান কোরআন,85:21
115بَيْتবাইতঘরفَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِঅতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার106:3
116لَٰكِنলাকিনকিন্তুوَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰকিন্তু সে মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।75:32
117يَمِينইয়ামীনশপথ, ডান হাতوَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَىٰহে মূসা, তোমার ডানহাতে ওটা কি?20:17
118أُمَّةউম্মাহজাতিوَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌপ্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে।7:34
119آبَاءআবা’পূর্বপুরুষوَآبَاؤُكُمْ فِي ضَلَالٍ مُّبِينٍতোমাদের বাপ-দাদারা গোমরাহীতে আছে।21:54
120ابْنইব্‌নসন্তানقَالَ عِيسَى ابْنُ مَرْيَمَমারইয়াম আ এর সন্তান ঈসা আ বললেন61:14

আরো পড়ুন