আয়াতের অর্থ করার জন্যে কীভাবে সার্কেল করতে হবে?

কুরআনের একটা বাক্য অনেক বড় হলে, সেটাকে ছোট ছোট বাক্যে ভেঙ্গে অর্থ করতে হয়। ছোট ছোট বাক্যে ভাঙ্গার সিস্টেমকে সার্কেল বা বৃত্ত বলে।

১। প্রতিটি ক্রিয়াপদের জন্যে একটি করে সার্কেল হবে
২। দুইটি ক্রিয়াপদের মাঝে আন, মা থাকলে একই সার্কেলে হতে পারে।
৩। ১ম ক্রিয়াপদের পরে ২য় ক্রিয়াপদের আগে ১৫০ টি শব্দের কোনও শব্দ থাকলে, সে ১৫০ টি শব্দের আগে সার্কেল হবে।
৪। ছোট ওয়াকফের চিহ্ন থাকলে সার্কেল শেষ হবে
৫। ওয়াও, ছুম্মা, ফা, ইযা, ইন্না, যালিকা, উলাইকা, তিলকা, আল্লাজি, আল্লাতি, মা (যা অর্থ), ইত্যাদি থাকলে তার আগে সার্কেল হবে। (ব্যতিক্রম হলো, একই ক্যাটাগরির দুইটা শব্দ থাকলে তখন তাঁদের মাঝে ওয়াও থাকলে, সে ওয়াও এর আগে সার্কেল হবে না)
৬। ইয়া আসলে তার পরের শব্দটার অর্থ আগে হবে।
৭। কানা অথবা কাদা শব্দের পরে অন্য ক্রিয়াপদ থাকলে এগুলো সহকারী ক্রিয়াপদ হিসাবে ব্যবহার হয়। এ ক্ষেত্রে কানা বা কাদার ভিত্তিতে সার্কেল হবে না।

আরো পড়ুন