আরবি ভাষা শেখা শুরু করবো কোথা থেকে?

qarabic hero 1

শিশুরা কীভাবে একটি ভাষা শেখা শুরু করে? – এ প্রশ্নটার উত্তর জানলেই আমরা বুঝতে পারবো, কোথা থেকে আমাদের শুরু করতে হবে। একটি শিশু যখন ভাষা শেখা শুরু করে, তখন তারা কিছু শব্দ উচ্চারণ করতে শেখে। এরপর যখন কিছু শব্দ শেখা হয়ে যায়, তখন তারা সে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে শেখে।

একইভাবে যারা আরবি ভাষা শিখতে চান, শুরুতে কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখে নিতে পারেন। আরবি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬০০ শব্দ শেখার জন্যে ‘কুরআনের শব্দাবলি‘ বইটি সংগ্রহ করে নিতে পারেন। এরপর আস্তে আস্তে দুই বা ততোধিক শব্দ যুক্ত করার কৌশল শিখে নিতে পারেন। এর জন্যে আমাদের ২০ ক্লাসে আরবি শেখার কোর্সটি করে নিতে পারেন। অথবা এই ওয়েবসাইটে দেওয়া ব্যাকরণের সহজ নিয়মগুলো পড়ে নিতে পারেন। এতে ইনশাআল্লাহ খুব দ্রুতই আরবি ভাষার জগতে প্রবেশ করবেন আপনি।

Similar Posts