আয়াতসহ অক্রিয়াপদ (২১-৪০)

21آيَةআয়াহআয়াতإِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَّكُمْনিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে।2:248
22أَنَّআন্নাযেيَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُসে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!104:3
23كُلُّকুল্লুপ্রত্যেকإِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌনিশ্চয় আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল।2:20
24لَمْলামনাلَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ‎তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি112:3
25ثُمَّছুম্মাঅতঃপরثُمَّ لَا يَمُوتُ فِيهَاঅতঃপর সেখানে (আখিরাতে) সে মারা যাবে না87:13
26رَسُولরসূলরাসূূলوَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَতোমরা আল্লাহর আনুগত্য কর এবং রসূলুল্লাহর আনুগত্য কর।64:12
27يَوْمইয়াওমদিনمَالِكِ يَوْمِ الدِّينِযিনি বিচার দিনের মালিক।1:4
28عَذَابআযাবশাস্তিوَلَهُمْ عَذَابٌ عَظِيمٌআর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।2:7
29هَٰذَاহাযাএটিوَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَতোমরা এ গাছের নিকটবর্তী হয়ো না2:35
30سَمَآءসামা’উনআকাশوَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءًআর তিনি আকাশ থেকে পানি বর্ষণ করে2:22
31نَفْسনাফ্‌সআত্মা, নিজكُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِপ্রত্যেক আত্মা (প্রাণী) মৃত্যুর স্বাদ গ্রহণ করবে3:185
32شَىْءশাই’উনকিছুإِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌনিশ্চয় আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল2:20
33أَوআওঅথবাأَوْ أَمَرَ بِالتَّقْوَىٰঅথবা খোদাভীতি শিক্ষা দেয়।96:12
34كِتَابকিতাববইذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِএ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই।2:2
35بَيْنَবাইনামধ্যে, সামনেفَأَصْلِحُوا بَيْنَهُمَاতোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে।49:9
36حَقّহাক্‌হক, সত্য, উপযুক্তإِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّনিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য।40:77
37نَاسনাসমানুষقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِবলুন, আমি মানুষের পালনকর্তার নিকট আশ্রয় গ্রহণ করছি114:1
38إِذইযযখনوَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِযখন মূসা (আঃ) তাঁর সম্প্রদায়কে বলল61:5
39أُولَٰٓئِكউলা’ইকাওরাوَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَআর তারাই যথার্থ সফলকাম2:5
40قَبْلক্বাব্‌লুনপূর্বেكَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْযেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল2:183

Similar Posts