শব্দে শব্দে কুরআন – সূরা আল-কাওসার (১০৮)

সূরা আল-কাওসার (১০৮)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
১. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।

২. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।

৩. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
নিশ্চয়ই আপনার শত্রুই অধঃপতিত, বংশবিচ্ছিন্ন।

إِنَّا (ইন্না) – নিশ্চয়ই আমরা
أَعْطَيْنَاكَ (আ’তাইনাকা) – দিয়েছি তোমাকে
الْكَوْثَرَ (আল-কাওসার) – অফুরন্ত কল্যাণ।
فَصَلِّ (ফাসাল্লি) – অতএব, তুমি নামাজ পড়ো
لِرَبِّكَ (লিরাববিকা) – তোমার প্রতিপালকের জন্য
وَانْحَرْ (ওয়ানহার) – এবং কোরবানি করো।
إِنَّ (ইন্না) – নিশ্চয়ই
شَانِئَكَ (শানিয়াকা) – তোমার শত্রু
هُوَ (হুয়া) – সে
الْأَبْتَرُ (আল-আবতার) – নির্দ্বংশ।

Similar Posts