যুক্ত সর্বনাম কী? কীভাবে ব্যবহার হয়?

যুক্ত সর্বনাম বুঝার জন্যে প্রথমে নিচের টেবিলের শব্দগুলো অর্থসহ পাশাপাশি পড়ুন।

যুক্ত কর্মবাচকমুক্তকর্তাবাচক
ـهُ, ـهِতার, তাকেهُوَ সে
ـهُمْ, ـهِمْতাদের, তাদেরকেهُمْতারা
ـكَতোমার, তোমাকেأَنْتَতুমি
ـكُمْতোমাদের, তোমাদেরকেأَنْتُمতোমরা
ـنِي, ـِي, ـيَআমার, আমাকেأَنَاআমি
ـنَاআমাদের, আমাদেরকেنَحْنُআমরা
ـهَاতার, তাকেهِيَসে
ـهُنَّ, ـهِنَّতাদের, তাদেরকেهُنَّতারা
ـكِতোমার, তোমাকেأَنْتِতুমি
ـكُنَّতোমাদের, তোমাদেরকেأَنْتُنَّতোমরা
ـهُمَا, ـهِمَاতাদের দুইজনেরهُمَاতারা দুইজন
ـكُمَاতোমাদের দুই জনেরأَنْتُمَاতোমরা দুইজন

উপরের ডান ও বাম পাশের বাংলা শব্দগুলোর পার্থক্য দেখার চেষ্টা করুন। ডান পাশের বাংলা শব্দগুলোর সাথে ‘র’ বা ‘কে’ নাই। বাম পাশের বাংলা শব্দগুলোর সাথে ‘র’ বা ‘কে’ আছে। ডান পাশের বাংলা শব্দগুলোকে বলা হয় কর্তা বাচক সর্বনাম। বাম পাশের বাংলা শব্দগুলোকে বলা হয় কর্ম বাচক সর্বনাম। 

বাংলা চেয়ে আরবিতে এগুলো আরও সহজ। যে সর্বনাম অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বসে, সে শব্দকে যুক্ত সর্বনাম বলা হয়। যে সর্বনাম স্বাধীনভাবে একাকি বসে, সে শব্দকে মুক্ত সর্বনাম বলা হয়।

 নিচের টেবিল দুটি দেখুন। 

যুক্ত কর্মবাচকঅক্রিয়াপদ+যুক্ত সর্বনাম‘র’ দিয়ে অর্থ হবে
ـهُ, ـهِতার, তাকেمِنْهُতার থেকে 
ـهُمْ, ـهِمْতাদের, তাদেরকেمِنْهُمْতাদের থেকে
ـكَতোমার, তোমাকেمِنْكَতোমার থেকে
ـكُمْতোমাদের, তোমাদেরকেمِنْكُمْতোমাদের থেকে
ـنِي, ـِي, ـيَআমার, আমাকেمِنِّيআমার থেকে
ـنَاআমাদের, আমাদেরকেمِنْنَاআমাদের থেকে
ـهَاতার, তাকেمِنْهَاতার থেকে
ـهُنَّ, ـهِنَّতাদের, তাদেরকেمِنْهُنَّতাদের থেকে
ـكِতোমার, তোমাকেمِنْكِতোমার থেকে
ـكُنَّতোমাদের, তোমাদেরকেمِنْكُنَّতোমাদের থেকে
ـهُمَا, ـهِمَاতাদের দুইজনেরمِنْهُمَاতাদের দুজনের থেকে 
ـكُمَاতোমাদের দুই জনেরمِنْكُمَاতোমাদের দুজনের থেকে 
যুক্ত কর্মবাচকক্রিয়াপদ+যুক্ত সর্বনাম‘কে’ দিয়ে অর্থ হবে
ـهُ, ـهِতার, তাকেجَعَلَهُসে তাকে সৃষ্টি করেছে
ـهُمْ, ـهِمْতাদের, তাদেরকেجَعَلَهُمْসে তাদেরকে সৃষ্টি করেছে
ـكَতোমার, তোমাকেجَعَلَكَসে তোমাকে সৃষ্টি করেছে
ـكُمْতোমাদের, তোমাদেরকেجَعَلَكُمْসে তোমাদেরকে সৃষ্টি করেছে
ـنِي, ـِي, ـيَআমার, আমাকেجَعَلَنِيসে আমাকে সৃষ্টি করেছে
ـنَاআমাদের, আমাদেরকেجَعَلَنَاসে আমাদেরকে সৃষ্টি করেছে
ـهَاতার, তাকেجَعَلَهَاসে তাকে সৃষ্টি করেছে
ـهُنَّ, ـهِنَّতাদের, তাদেরকেجَعَلَهُنَّসে তাদেরকে সৃষ্টি করেছে
ـكِতোমার, তোমাকেجَعَلَكِসে তোমাকে সৃষ্টি করেছে
ـكُنَّতোমাদের, তোমাদেরকেجَعَلَكُنَّসে তোমাদেরকে সৃষ্টি করেছে
ـهُمَا, ـهِمَاতাদের দুইজনেরجَعَلَهُمَاসে তাদের দুজনকে সৃষ্টি করেছে
ـكُمَاতোমাদের দুই জনেরجَعَلَكُمَاসে তোমাদের দুজনকে সৃষ্টি করেছে

যুক্ত সর্বনাম যখন অক্রিয়াপদের সাথে যুক্ত হয়, তখন ‘র’ দিয়ে অর্থ হয়।

যুক্ত সর্বনাম যখন ক্রিয়াপদের সাথে যুক্ত হয়, তখন ‘কে’ দিয়ে অর্থ হয়। 

তবে নিচের টেবিলটা পড়লে একটা ব্যতিক্রমী বিষয় দেখতে পাবেন।

ـهُ, ـهِতার, তাকেإِنَّهُনিশ্চয় সেهُوَ সে
ـهُمْ, ـهِمْতাদের, তাদেরকেإِنَّهُمْনিশ্চয় তারাهُمْতারা
ـكَতোমার, তোমাকেإِنَّكَনিশ্চয় তুমিأَنْتَতুমি
ـكُمْতোমাদের, তোমাদেরকেإِنَّكُمْনিশ্চয় তোমরাأَنْتُمতোমরা
ـنِي, ـِي, ـيَআমার, আমাকেإِنَّنِيনিশ্চয় আমিأَنَاআমি
ـنَاআমাদের, আমাদেরকেإِنَّنَاনিশ্চয় আমরাنَحْنُআমরা
ـهَاতার, তাকেإِنَّهَاনিশ্চয় সেهِيَসে
ـهُنَّ, ـهِنَّতাদের, তাদেরকেإِنَّهُنَّনিশ্চয় তারাهُنَّতারা
ـكِতোমার, তোমাকেإِنَّكِনিশ্চয় তুমিأَنْتِতুমি
ـكُنَّতোমাদের, তোমাদেরকেإِنَّكُنَّনিশ্চয় তোমরাأَنْتُنَّতোমরা
ـهُمَا, ـهِمَاতাদের দুইজনেরإِنَّهُمَاনিশ্চয় তারা দুইজনهُمَاতারা দুইজন
ـكُمَاতোমাদের দুই জনেরإِنَّكُمَاনিশ্চয় তোমরা দুইজনأَنْتُمَاতোমরা দুইজন

যুক্ত সর্বনামের সাথে إِنَّ বা إِيَّا যুক্ত হলে মুক্ত সর্বনামের মত অর্থ হবে।

কোথায়  هُ হয় এবং কোথায়  هِ হয়, তা নিচের টেবিল থেকে সহজে বুঝতে পারবেন।

مِنْশেষে ইয়া বা যের না থাকল هُ হয়فِيশেষে ইয়া বা যের থাকলে هِ হয়
ـهُ, ـهِতার, তাকেمِنْهُ তার থেকেفِيهِতার মধ্যে
ـهُمْ, ـهِمْতাদের, তাদেরকেمِنْهُمْতাদের থেকেفِيهِمْতাদের মধ্যে
ـهُنَّ, ـهِنَّতাদের, তাদেরকেمِنْهُنَّতাদের থেকেفِيهِنَّতাদের মধ্যে
ـهُمَا, ـهِمَاতাদের দুইজনেরمِنْهُمَاতাদের দু জনের থেকে فِيهِمَاতাদের দু জনের মধ্যে 

হা (ه) ওয়ালা যুক্ত সর্বনামগুলো কখনো هُ হয় কখনো هِ হয়। কোনও শব্দের শেষে ইয়া বা যের না থাকল, যুক্ত সর্বনাম هُ হয়। কোনও শব্দের শেষে ইয়া বা যের থাকল, যুক্ত সর্বনাম هِ হয়।

নি, য়ি, ইয়া  ـنِي, ـِي, ـيَ কোনটা কোথায় ব্যবহার হয়, তা নিচের টেবিল থেকে বুঝতে পারবেন।

ـنِي, ـِي, ـيَআমার, আমাকে
ـنِيক্রিয়াপদের পরেجَعَلَجَعَلَنِيসে আমাকে তৈরি করেছে
ـِيঅক্রিয়াপদের পরেرَبُّرَبِّيআমার রব
ـيَইয়া যুক্ত শব্দের পরেفِيفِيَّআমার মধ্যে

যুক্ত সর্বনাম হিসাবে ইয়া যুক্ত হলে তার আগের অক্ষরে যের হয় হয়। যেমন

ربُّ ي ربِّي

Similar Posts