মিন থেকে মিনা
আলিফ লাম ওয়ালা শব্দের ডান দিকে সাকিন থাকলে, সে সাকিনটা যের হয়। ব্যতিত্রম হলো, মিন, হুম, কুম। মিন – মিনা হয়ে যায়। হুম – হুমু হয়ে যায়। কুম – কুমু হয়ে যায়।
দুইটা সাকিন পাশপাশি শব্দে বসলে, প্রথম সাকিনকে যের দিতে হয়। | |
ব্যতিক্রম | |
مِنْ | مِنَ |
كُمْ | كُمُ |
هُمْ | هُمُ |