ক্রিয়াপদের ক্যাটাগরি কি এবং কেন?

01012023 42

কিছু আরবি ক্রিয়াপদের অক্ষর থাকে ৩ টি। আবার কিছু আরবি ক্রিয়াপদের অক্ষর ৪, ৫, ৬ অথবা আরও বেশি হয়ে থাকে।

যেমন দেখুন

ক্রিয়াপদঅক্ষরক্যাটাগরিঅর্থ
عَلِمَIজানা
كَذَّبَIIঅস্বীকার করা
قَاتَلَIIIযুদ্ধ করা
أَنزَلَIVনাযিল করা
تَفَكَّرَVচিন্তা-ভাবনা করা
تَبَارَكَVIবরকতময় হওয়া
اِنْقَلَبَVIIফিরে যাওয়া
اِخْتَلَفَVIIIমতবিরোধ করা
اِسْتَغْفَرَXক্ষমা চাওয়া

সাধারনত আরবি ক্রিয়াপদের মূল অক্ষর ৩ টি হয়। মূল অক্ষর ছাড়াও অতিরিক্ত কিছু অক্ষর আরবি ক্রিয়াপদে থাকে। এই অতিরিক্ত অক্ষরের উপর ভিত্তি করে ক্রিয়াপদগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়।

নিচের টেবিলে আরবি ক্রিয়াপদ, মূল অক্ষর, অতিরিক্ত অক্ষর এবং ক্যাটাগরি দেখানো হয়েছে।

ক্রিয়াপদমূল অক্ষরঅতিরিক্ত অক্ষরক্যাটাগরি
عَلِمَع ل مনাইI
كَذَّبَك ذ ب২য় অক্ষর ডবলII
قَاتَلَق ت ل১ম ও ২য় অক্ষরের মাঝে আলিফIII
أَنزَلَن ز لশুরুতে আলিফIV
تَفَكَّرَف ك رশুরুতে তা, ২য় অক্ষর ডবলV
تَبَارَكَب ر كশুরুতে তা, ১ম ও ২য় অক্ষরের মাঝে আলিফVI
اِنْقَلَبَق ل بশুরুতে আলিফ ও নুনVII
اِخْتَلَفَخ ل فশুরুতে আলিফ, ১ম ও ২য় এর মাঝে তাVIII
اِسْتَغْفَرَغ ف رশুরুতে আলিফ, সীন, তাX

ক্যাটাগরি জানলে শব্দ শেখা সহজ হয়ে যায়। যেমন দেখুন

أَذَاقَIVআস্বাদন করানো,ذَاقَIস্বাদ গ্রহণ করা,
أَمَاتَIVমৃত্যু দান করেন, মৃত্যু ঘটানمَاتَIমারা যাওয়া
عَادَIপুনরাবৃত্তি করা, ফিরে আসাأَعَادَIVপুনরাবৃত্তি ঘটানো, ফিরিয়ে আনা
وَفَّىٰٓIIপূর্ণমাত্রায় দেওয়াأَوْفَىٰIVপূর্ণ করা
كَسَبَIঅর্জন করাاِكْتَسَبَVIIIঅর্জন করা
كَفَّرَIIমোচন করা, দূর করাكَفَرَIঅস্বীকার করা
نَزَّلَIIনাযিল করাأَنزَلَIVনাযিল করা
قَاتَلَIIIযুদ্ধ করাقَتَلَIহত্যা করা
عَلَّمَIIশিখানোعَلِمَIজানা
رَءَاIদেখাأَرَيْIVদেখানো
اِهْتَدَىVIIIসঠিক পথ পাওয়াهَدَىIসৎ পথে পরিচালনা করা
خَرَجَIবের হওয়াأَخْرَجَIVবের করা
ضَلَّIপথভ্রষ্ট হওয়াأَضَلَّIVপথভ্রষ্ট করা
آتَىIVদেওয়াأَتَىIআসা, নিয়ে আসা
أَخَذَIগ্রহণ করাاِتَّخَذَVIIIগ্রহণ করা
دَخَلَIপ্রবেশ করাأَدْخَلَIVপ্রবেশ করানো

কোনও ক্যাটাগরির কী কাজ সেটা দেখুন নিচে

ক্রমফর্ম (বাব)আরবিঅর্থ ও ব্যবহার
1ফাআ’লাفَعَلَমৌলিক ফর্ম, কোনো কাজ বা ঘটনার সাধারণ ধারণা
2ফা’আল্লাفَعَّلَজোর দিয়ে কাজ করা, পুনরাবৃত্তি বা গুরুত্ব বোঝায়
3ফা’আলাفَاعَلَপারস্পরিকভাবে বা কারো সাথে কাজ করা
4আফ’আলাأَفْعَلَকরানো বা ঘটানো (causative form)
5তাফা’আল্লাتَفَعَّلَনিজের জন্য বা কষ্টসাধ্যভাবে কাজ করা
6তাফা’আলাتَفَاعَلَপারস্পরিক বা মিলিতভাবে কাজ করা
7ইনফা’আলাاِنْفَعَلَনিজে থেকে ঘটে এমন কাজ, প্যাসিভ ফর্ম
8ইফতা’আলাاِفْتَعَلَনিজ উদ্যোগে কাজ করা বা কোনো চেষ্টা করা
9ইফ’আল্লাاِفْعَلَّরঙ বা শারীরিক অবস্থার পরিবর্তন
10ইস্তাফ’আলাاِسْتَفْعَلَকিছু চাওয়া বা অনুসন্ধান করা

আরো পড়ুন