কুরআনের শব্দাবলি। ক্রিয়াপদ ২০১-২১০

201أَنْعَمَনিয়ামত দেওয়াاُذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْআমার নিয়ামত স্মরণ করো, যা আমি তোমাদের প্রদান করেছিলাম2:40
202وَدَّচাওয়া, কামনা করাوَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُواতারা চায় যে, তারা যেমন কাফের, তোমরাও তেমনি কাফের হয়ে যাও4:89
203أَفِكَভুল পথে ফিরে যাওয়া, মিথ্যা সৃষ্ট করাقَالُوا أَجِئْتَنَا لِتَأْفِكَنَا عَنْ آلِهَتِنَاতারা বললে — ”তুমি কি আমাদের কাছে এসেছ আমাদের দেবদেবীর থেকে আমাদের ফিরিয়ে রাখতে?46:22
204بَسَطَপ্রশস্ত করা, সম্প্রসারিত করাيَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءআল্লাহ্ জীবিকা বাড়িয়ে দেন যাকে তিনি ইচ্ছে করেন13:26
205أَتَمَّপূর্ণ করাوَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِআর আল্লাহ্‌র জন্য সম্পূর্ণ করো হজ এবং উমরাহ।2:196
206خَسِرَক্ষতিগ্রস্ত হওয়া/করাإِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِনিঃসন্দেহ ক্ষতিগ্রস্ত তারা যারা কিয়ামতের দিনে ক্ষতিসাধন করেছে তাদের নিজেদের ও তাদের পরিজনদের39:15
207اِسْتَمَعَশোনাوَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُআর যখন কুরআন পঠিত হয় তখন তা শোনো7:204
208سَارَভ্রমণ করা, চলাقُلْ سِيرُوا فِي الْأَرْضِ ثُمَّ انْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَবলো — ”পৃথিবীতে পরিভ্রমণ করো, তারপর চেয়ে দেখো কেমন হয়েছিল প্রত্যাখ্যানকারীদের পরিণাম।’’6:11
209فَتَحَপ্রকাশ করা, খোলা, উন্মুক্ত করা, মীমাংসা করা, বিজয় দেওয়াإِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًاআমরা নিশ্চয় তোমাকে বিজয় দিয়েছি একটি উজ্জ্বল বিজয়48:1
210فَرِحَখুশি হওয়া, আনন্দ করা, উৎফুল্ল হওয়াإِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَতার জাতি তাকে বললে, ”গর্ব করো না, নিঃসন্দেহ আল্লাহ্ দাম্ভিকদের ভালবাসেন না।’28:76

Similar Posts