হোমওয়ার্ক কী? কীভাবে হোমওয়ার্ক জমা দিবেন?

হোমওয়ার্ক কী?

কুরআনের ভাষা আরবি শেখার জন্যে আমরা যে কোনও কাজ করি না কেন, সেটা হোম ওয়ার্ক। এটা অনেক ধরণের হতে পারে।
১। খাতায় আরবি শব্দ ও অর্থ লেখা
২। ক্লাসে আলোচিত ব্যবকরণগুলো উদাহরণ সহ লেখা।
৩। ক্লাসের সকল কথা সংক্ষিপ্ত আকারে লেখা।
৪। আরবি শব্দ এবং অর্থগুলো ফোনের অডিও রেকর্ড করা।
৫। অথবা আরবি ভাষা শেখার জন্যে আপনি কীভাবে কী করছেন, তা যে কোনও উপায়ে আমাদের জানানো।

কীভাবে হোমওয়ার্ক জমা দিবেন?

নিচের যে কোনোও একটা পদ্ধতিতে হোমওয়ার্ক জমা দিতে পারেন।

১। সবচেয়ে ভালো উপায় হলো, আমাদের ফেসবুকে হোমওয়ার্ক জমা দেওয়া। ফেসবুক গ্রুপের লিঙ্ক হলো এটা: https://www.facebook.com/groups/qarabic.net

২। ফেসবুক যদি কেউ ব্যবহার না করেন, তাহলে 01971368905 নম্বরে হোমওয়ার্ক জমা দেওয়া।

ভিডিও

আরো পড়ুন