ক্রিয়াপদ না বাচক করার নিয়ম
এ অধ্যায়ে খুব সহজেই আমরা আরবি ভাষার ক্রিয়াপদগুলোকে হা বাচক থেকে না বাচক করতে পারবো।
১। প্রথমে অতীত কালের হ্যাঁ বাচক শব্দগুলো অর্থসহ পড়ুন।
قَالَ | قَالُوا | قُلْتَ | قُلْتُمْ | قُلْتُ | قُلْنَا |
সে বলেছে | তারা বলেছে | তুমি বলেছো | তোমরা বলেছো | আমি বলেছি | আমরা বলেছি |
অতীত কালের শব্দগুলোর শুরুতে ما মা বসিয়ে না বাচক করতে হয়।
مَا قَالَ | مَا قَالُوا | مَا قُلْتَ | مَا قُلْتُمْ | مَا قُلْتُ | مَا قُلْنَا |
সে বলেনি | তারা বলেনি | তুমি বলনি | তোমরা বলনি | আমি বলিনি | আমরা বলিনি |
২। এবার বর্তমান / ভবিষ্যৎ কালের হ্যাঁ বাচক শব্দগুলো অর্থসহ পড়ুন।
يَقُولُ | يَقُولُونَ | تَقُولُ | تَقُولُونَ | أَقُولُ | نَقُولُ |
সে বলে / বলবে | তারা বলে / বলবে | তুমি বল / বলবে | তোমরা বল / বলবে | আমি বলি/ বলবো | আমরা বলি/ বলবো |
বর্তমান / ভবিষ্যৎ কালের শব্দগুলোর শুরুতে لا লা বসিয়ে না বাচক করতে হয়।
لَا يَقُولُ | لَا يَقُولُونَ | لَا تَقُولُ | لَا تَقُولُونَ | لَا أَقُولُ | لَا نَقُولُ |
সে বলে না/বলবে না | তারা বলে না/ বলবে না | তুমি বল না/ বলবে না | তোমরা বল না/ বলবে না | আমি বলি না/ বলবো না | আমরা বলি না/ বলবো না |
৩। আর মাত্র ১ টা নিয়ম দেখুন। হ্যাঁ বাচক আদেশ সূচক শব্দগুলো অর্থসহ পড়ে নিন।
قُلْ | قُولُوا |
বলো (তুমি) | বলো (তোমরা) |
এগুলোর আগে مَا অথবা لَا বসালে আদেশের না-বাচক হবে না।
তাহলে কী করতে হবে?
নিচের টেবিল দেখুন।
تَخْلُقُ | তুমি সৃষ্টি করো | تَخْلُقُونَ | তোমরা সৃষ্টি করে |
↓ | ↓ | ↓ | ↓ |
لَا تَخْلُقُ | তুমি সৃষ্টি করো না / করবে না | لَا تَخْلُقُونَ | তোমরা সৃষ্টি করো না / করবে না |
↓ | ↓ | ↓ | ↓ |
لَا تَخْلُقْ | সৃষ্টি করো না (তুমি) | لَا تَخْلُقُوا | সৃষ্টি করো না (তোমরা) |
বর্তমান-ভবিষ্যৎ কালের না বাচক শব্দের শেষে পেশ থাকলে পেশকে সাকিন করতে হবে। ওয়াও নুন থাকলে নুন ফেলে দিয়ে আলিফ দিতে হবে। ইয়া থাকলে ইয়া ফেলে দিতে হবে। কাজ শেষ।