ক্রিয়াপদ না বাচক করার নিয়ম

blog 1060 x 600 px 4

এ অধ্যায়ে খুব সহজেই আমরা আরবি ভাষার ক্রিয়াপদগুলোকে হা বাচক থেকে না বাচক করতে পারবো।

১। প্রথমে অতীত কালের হ্যাঁ বাচক শব্দগুলো অর্থসহ পড়ুন।

قَالَقَالُواقُلْتَقُلْتُمْقُلْتُقُلْنَا
সে বলেছেতারা বলেছেতুমি বলেছোতোমরা বলেছোআমি বলেছিআমরা বলেছি

অতীত কালের শব্দগুলোর শুরুতে ما মা বসিয়ে না বাচক করতে হয়।

مَا قَالَمَا قَالُوامَا قُلْتَمَا قُلْتُمْمَا قُلْتُمَا قُلْنَا
সে বলেনিতারা বলেনিতুমি বলনিতোমরা বলনিআমি বলিনিআমরা বলিনি

২। এবার বর্তমান / ভবিষ্যৎ কালের হ্যাঁ বাচক শব্দগুলো অর্থসহ পড়ুন।

يَقُولُيَقُولُونَتَقُولُتَقُولُونَأَقُولُنَقُولُ
সে বলে / বলবেতারা বলে / বলবেতুমি বল / বলবেতোমরা বল / বলবেআমি বলি/ বলবোআমরা বলি/ বলবো

বর্তমান / ভবিষ্যৎ কালের শব্দগুলোর শুরুতে لا লা বসিয়ে না বাচক করতে হয়।

لَا يَقُولُلَا يَقُولُونَلَا تَقُولُلَا تَقُولُونَلَا أَقُولُلَا نَقُولُ
সে বলে না/বলবে নাতারা বলে না/ বলবে নাতুমি বল না/ বলবে নাতোমরা বল না/ বলবে নাআমি বলি না/ বলবো নাআমরা বলি না/ বলবো না

৩। আর মাত্র ১ টা নিয়ম দেখুন। হ্যাঁ বাচক আদেশ সূচক শব্দগুলো অর্থসহ পড়ে নিন।

قُلْقُولُوا
বলো (তুমি)বলো (তোমরা)

এগুলোর আগে مَا অথবা لَا বসালে আদেশের না-বাচক হবে না।

তাহলে কী করতে হবে? 

নিচের টেবিল দেখুন।

تَخْلُقُতুমি সৃষ্টি করোتَخْلُقُونَতোমরা সৃষ্টি করে
لَا تَخْلُقُতুমি সৃষ্টি করো না / করবে নাلَا تَخْلُقُونَ  তোমরা সৃষ্টি করো না / করবে না
لَا تَخْلُقْসৃষ্টি করো না (তুমি)لَا تَخْلُقُوا  সৃষ্টি করো না (তোমরা)

বর্তমান-ভবিষ্যৎ কালের না বাচক শব্দের শেষে পেশ থাকলে পেশকে সাকিন করতে হবে। ওয়াও নুন থাকলে নুন ফেলে দিয়ে আলিফ দিতে হবে। ইয়া থাকলে ইয়া ফেলে দিতে হবে। কাজ শেষ।

আরো পড়ুন