তাকু (تَكُ) এবং তাকুন (تَكُنْ) এর মাঝে পার্থক্য কী?
কুরআনের শব্দাবলি বইয়ের ২ নং ক্রিয়াপদ হলো কানা (ن) । এ শব্দের আদেশ সূচক শব্দ হলো তাকুন (تَكُن)
কুরআনে কখনো কখনো তাকুন (تَكُن) শব্দ ব্যবহার না করে তাকু (تَكُ) শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ শেষের নুন (ن) বিলুপ্ত হয়েছে।
কেন এমন হলো?
আরবি ভাষার একটা নিয়ম আছে। সেটা হলো –
الزيادة في المبنى تدل على الزيادة في المعنى
আরবি কোনও শব্দের অক্ষর অতিরিক্ত হলে অর্থও অতিরিক্ত হয়।
যেমন, কতআ (قَطَعَ) অর্থ কাটা (একবার)। কত্তআ (قَطَّعَ) অর্থ কেটে টুকরো টুকরো করা। এ দুইটা শব্দে একটা ত (طَ) বেড়ে যাবার কারণে অর্থ বেড়ে গেছে।
একইভাবে, তাকুন (تَكُن) থেকে নুন (ن) পড়ে গিয়ে তাকু (تَكُ) হবার কারণে অর্থও হালকা হয়ে যাবে।
তাকুন (تَكُن) অর্থ তুমি হও।
তাকু (تَكُ) অর্থ তুমি একেবারে হও।
যেমন,
فَلَا تَكُ فِي مِرْيَةٍ مِنْهُ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّكَ | অতএব, আপনি তাতে কোন সন্দেহে থাকবেন না। নিঃসন্দেহে তা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য; | (11:17:29) |
অন্যদিকে তাকুন (تَكُن) দিয়েও একই ধরণের আয়াত ব্যবহার হয়েছে। দেখুন
وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَلَا تَكُنْ فِي مِرْيَةٍ مِنْ لِقَائِهِ | আমি মূসাকে কিতাব দিয়েছি, অতএব আপনি কোরআন প্রাপ্তির বিষয়ে কোন সন্দেহ করবেন না | (32:23:8) |
কি ওয়ার্ড
الفرق بين تك بحذف النون وتكن بثبوت النون
সূত্র
১
২