যেরদাতা / রোমান্টিক শব্দের ব্যবহার

web site blog 9

নিচের শব্দগুলো পড়ুন।

بِসাথে, হতে, দ্বারা
عَنْসম্পর্কে, হতে
فِيমধ্যে
كَযেমন, মত
مِنْহতে, থেকে, -র/এর একজন
لِ/ لَজন্য
إلَىদিকে
تَকসম
حَتَّىযতক্ষণ না, পর্যন্ত
عَلَىউপরে
مَعَসাথে
وَএবং, কসম

উপরের শব্দগুলো যখন অক্রিয়াপদের আগে বয়োসে, তখন সে শব্দগুলোকে আমরা বলি যেরদাতা শব্দ। কারণ, এ শব্দগুলো অক্রিয়াপদের শেষ অক্ষরে যের প্রদান করে। যেমন,

যেরদাতা + অক্রিয়াপদ
بِসাথে, হতে, দ্বারাبِسْمِনামের দ্বারা
عَنْসম্পর্কে, হতেعَنِ النَّاسِমানুষের থেকে
فِيমধ্যেفِي ظُلُمَاتٍঅন্ধকারের মধ্যে
كَযেমন, মতكَعَصْفٍভুষির মতো
مِنْহতে, থেকে, -র/এর একজনمِنَ النَّاسِমানুষের থেকে
لِ/ لَজন্যالْحَمْدُ للّهِপ্রশংসা আল্লাহর জন্যে
إلَىদিকেإِلَى السَّمَاءِআকাশের দিকে
تَকসমتَاللَّهِআল্লাহর কসম
حَتَّىযতক্ষণ না, পর্যন্তحَتَّىٰ حِينٍসময় পর্যন্ত
عَلَىউপরেعَلَى اللَّهِআল্লাহর উপর
مَعَসাথেمَعَ اللَّهِআল্লাহর সাথে
وَএবং, কসমوَالْعَصْرِসময়ের কসম

যেরদাতা শব্দগুলো যুক্ত সর্বনামের আগে বসলে, যুক্ত সর্বনামকে যের দেয় না। যুক্ত সর্বনাম আগের মতোই থাকে। যেমন,

যেরদাতা + যুক্ত সর্বনাম
بِসাথে, হতে, দ্বারাبِهِতার মধ্যে
عَنْসম্পর্কে, হতেعَنْهُمْতাদের সম্পর্কে
فِيমধ্যেفِيهِতার মধ্যে
مِنْহতে, থেকে, -র/এর একজনمِنْهَاতার থেকে
لِ/ لَজন্যلَهُতার জন্যে
إلَىদিকেإِلَيْكَতোমার নিকটে
عَلَىউপরেعَلَيْهِمْতাদের উপরে
مَعَসাথেمَعَكُمْতোমাদের সাথে

যেরদাতা শব্দগুলোর মধ্যে ৮ টি শব্দকে আমরা রোমান্টিক শব্দ বলি।

بِসাথে, হতে, দ্বারা
لِ/ لَজন্য
عَنْসম্পর্কে, হতে
فِيমধ্যে
مِنْহতে, থেকে, -র/এর একজন
إلَىদিকে
عَلَىউপরে
مَعَসাথে

ক্রিয়াপদের পরে উপরের ৮ টি শব্দ আসলে, একেক সময়ে একেক অর্থ দিয়ে থাকে। এ জন্যে এ শব্দগুলোকে আমরা রোমান্টিক শব্দ বলি।

রোমান্টিক শব্দগুলো-

১। নিজস্ব অর্থ দেয় ৭০% স্থানে।

২। সমগোত্রীয় অন্য শব্দের অর্থ দেয় ১০% স্থানে।

৩। নিজের অর্থ বিলুপ্ত হয় ১০% স্থানে।
৪। নিজে উপস্থিত না থেকে অর্থ প্রদান করে ১০% স্থানে।

যেমন 

قال শব্দের পরে ل আসলে এর অর্থ হবে না। 

آمن كفر كذب এ শব্দগুলোর পরে ب আসলে এর অর্থ হয় উপরে। يُؤْمِنُونَ بِالْغَيْبِ

তারা আল্লাহর উপর বিশ্বাস করে।

جاأ এর পরে কোনও রোমান্টিক ওয়ার্ড না আসলেও সেটার অর্থ হবে। যেমন,

جَاءَكُمْ رَسُولٌ 

তোমাদের নিকটে রাসূল এসেছে

ইস্তাগফারা শব্দের পরে কোনও রোমান্টিক ওয়ার্ড যুক্ত না হলেও

অর্থ করার ক্ষেত্রে নিকটে অর্থ হবে। فَاسْتَغْفِرُوهُ – অতঃপর তার নিকট ক্ষমা চাও

গাফারা শব্দের পরে لَ আসলে, তার অর্থ হয় না। যেমন  وَاغْفِرْ لَنَا – আমাদেরকে ক্ষমা করুন

تاب এর পরে  عَلَيْ আসলে অর্থ ক্ষমা করা

تاب এর পরে   إِلَىٰ আসলে অর্থ ক্ষমা চাওয়া

Similar Posts