কুরআনের শব্দাবলি। ক্রিয়াপদ ২১১ থেকে ২২০

211قَدَّرَনির্ধারণ করা, সিদ্ধান্ত নেওয়াوَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَচন্দ্রের জন্যে আমি বিভিন্ন মনযিল নির্ধারিত করেছি।36:39
212قَرَأَপাঠ করা, পড়াاقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَপড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন96:1
213مَنَّঅনুগ্রহ করাوَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَআর নিশ্চয় আমরা মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেই ছিলাম37:114
214أَنۢبَتَউৎপন্ন করা, উদ্গ্‌ত করাوَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍআর আমরা আকাশ থেকে বর্ষণ করি বরকতপূর্ণ পানি, তারপর তার দ্বারা আমরা জন্মাই বাগানসমূহ50:9
215اِنْتَهَىবিরত হওয়া/থাকাوَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُواআর রসূল যা-কিছু তোমাদের দেন তা তবে গ্রহণ করো, আর যা-কিছু তিনি নিষেধ করেন তোমরা বিরত থাকো59:7
216هَاجَرَহিজরত করাوَالَّذِينَ هَاجَرُوا فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ قُتِلُوا أَوْ مَاتُوا لَيَرْزُقَنَّهُمُ اللَّهُ رِزْقًا حَسَنًاআর যারা আল্লাহ্‌র পথে হিজরত করে, তারপর নিহত হয় অথবা মৃত্যু বরণ করে, আল্লাহ্ অবশ্যই তাদের উত্তম জীবনোপকরণ উপভোগ করতে দেবেন।22:58
217وَقَىٰরক্ষা করাيَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًاওহে যারা ঈমান এনেছ! তোমাদের নিজেদের ও তোমাদের পরিবার-পরিজনদের আগুন থেকে রক্ষা করো66:6
218أَخَّرَঅবকাশ দেওয়া, স্থগিত করাوَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَاপ্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না।63:11
219آذَىকষ্ট দেওয়াوَمَا كَانَ لَكُمْ أَنْ تُؤْذُوا رَسُولَ اللَّهِআল্লাহর রাসূলকে কষ্ট দেয়া তোমাদের জন্য বৈধ নয়।33:53
220أَبْدَىপ্রকাশ করাإِنْ تُبْدُوا شَيْئًا أَوْ تُخْفُوهُ فَإِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًاতোমরা কোনও কিছু প্রকাশ করো, বা লুকিয়ে রাখো, আল্লাহ্ সব কিছু সম্পর্কে জানেন।2:284

Similar Posts