আরবি বাক্যের অর্থ করার নিয়ম

সবার আগে ক্রিয়াপদ খুঁজে বের করতে হয়।

১। কুরআনের শব্দাবলি বইয়ের প্রাথমিক ১৫০ টি শব্দের অর্থ করতে হবে। (ব্যতিক্রম, لَا مَا لَمْ لَنْ اَ لِ এ শব্দগুলো হলে সেটা ক্রিয়াপদের পরে অর্থ হবে।)
২। পেশ ওয়ালা / ওয়াও নুন শব্দ খুঁজে বের করতে হবে। সেটাকে সাবজেক্ট বা কর্তা হিসাবে অর্থ করতে হবে।
৩। পেশ ওয়ালা শব্দ না পাওয়া গেলে, ক্রিয়াপদ থেকে সাবজেক্ট বের করতে হবে।
৪। বাক্যের শেষ থেকে অর্থ করতে হবে।
৫। ক্রিয়াপদের অর্থ করতে হবে।

৬। দুটা শব্দে যবর হলে হলে, প্রথম যবরের শব্দটার অর্থ আগে করতে হয়। তবে গুণবাচক শব্দ যুগল হলে শেষের শব্দের অর্থ আগে করতে হবে।

একটি শব্দ ক্রিয়াপদ না অক্রিয়াপদ, তা কীভাবে বুঝবো?

১। কুরআনের শব্দাবলির ১৫০ টি প্রাথমিক শব্দ ক্রিয়াপদ নয়।

২। কোনও শব্দের শুরুতে আলিফ লাম থাকলে, সেটা ক্রিয়াপদ না।

৩। কোনও শব্দের শেষে তানভীন (দুই জবর, দুই যের, দুই পেশ), গোল তা, আলিফ লম্বা তা থাকলে সেটা ক্রিয়াপদ না।

৪। কোনও শব্দের আগে যের দাতা শব্দ থাকলে, পরের শব্দ ক্রিয়াপদ না।

৫। কোনও শব্দে যের থাকলে, সেটা ক্রিয়াপদ না।

৬। যে শব্দ ৯ টি ক্যাটাগরির সাথে মিলবে না, সেটা ক্রিয়াপদ না।

আরো পড়ুন