নূনে তাকিদ কী? এবং কীভাবে ব্যবহার হয়?

বর্তমান কালের শেষে তাশদীদ ওয়ালা নূন থাকলে, সেটাকে নূনে তাকিদ বলে।

বর্তমান কালের অর্থকে ‘অবশ্যই’ বা নিশ্চিত অর্থ দেওয়ার জন্যে এটি ব্যবহার হয়। যেমন, لَيُحِبَّنَّ (অবশ্যই সে ভালোবাসবে)

কীভাবে ব্যবহার হয়?

বর্তমান কালের শেষে ওয়াও-নুন থাকলে, ওয়াও নুন পড়ে যাবে, কেবল একটা তাশদীদ-যবর ওয়ালা নুন বসবে। যেমন, يَفْعَلُون থেকে يَفْعَلُنَّ

বর্তমান কালের শেষে ওয়াও-নুন না থাকলে, শেষের অক্ষরের পেশ যবর হয়ে যাবে, এবং শেষে একটা তাশদীদ-যবর ওয়ালা নুন বসবে। যেমন, يَفْعَلُ থেকে يَفْعَلَنَّ

আরো পড়ুন