আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় ভাই-বোন। ইনশাআল্লাহ আজকে রাত ৯ টা থেকে আমাদের ‘কুরআনিক অ্যারাবিক’ ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।
ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে যদি জুম অ্যাপটি ডাউনলোড করা না থাকে, তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
📱 মোবাইলে Zoom অ্যাপ ইন্সটল করার নিয়ম (Android / iPhone):
🔹 Android মোবাইলের জন্য:
- • Play Store খুলুন।
- • সার্চ বারে লিখুন: Zoom বা Zoom Cloud Meetings।
- • যে অ্যাপটিতে লেখা থাকবে “Zoom Video Communications, Inc.” সেটি নির্বাচন করুন।
- • Install বাটনে ক্লিক করুন।
- • ইন্সটল হয়ে গেলে Open করুন।
🔹 iPhone (iOS)-এর জন্য:
- • App Store খুলুন।
- • সার্চ করুন: Zoom Cloud Meetings।
- • Zoom অ্যাপটি ডাউনলোড করুন (অ্যাপ আইকনে নীল ব্যাকগ্রাউন্ডে সাদা ভিডিও ক্যামেরার ছবি থাকবে)।
- • ইন্সটল শেষে Open করুন।
💻 কম্পিউটারে Zoom অ্যাপ ইন্সটল করার নিয়ম (Windows / Mac):
আপনার ব্রাউজারে যান:
- 🔗 https://zoom.us/download
- • “Zoom Desktop Client for Meetings” অংশে “Download” বাটনে ক্লিক করুন।
- • ডাউনলোড শেষ হলে ফাইলটি চালু করুন (ZoomInstaller.exe নামে থাকবে)।
- • Install সম্পন্ন হলে Zoom স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
- • এখন আপনি Sign In বা Join a Meeting করতে পারবেন।