শব্দে শব্দে কুরআন – সূরা নাস

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের কাছে,

مَلِكِ النَّاسِ
মানুষের মালিকের কাছে,

إِلَٰهِ النَّاسِ
মানুষের উপাস্যের কাছে,

مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
আশ্রয় চাইছি কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে পালিয়ে যায় (মনে মনে কুমন্ত্রণা দেয়ার পর),

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(সে হতে পারে) জিনদের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

নিচে সূরা নাস-এর প্রতিটি শব্দের অর্থ এবং উচ্চারণসহ দেওয়া হলো:

بِسْمِ (বিসম) – নামে
اللَّهِ (আল্লাহি) – আল্লাহর
الرَّحْمَنِ (আর-রাহমানি) – পরম দয়ালু
الرَّحِيمِ (আর-রাহীমি) – অসীম করুণাময়

قُلْ (কুল) – বলুন
أَعُوذُ (আ’উধু) – আমি আশ্রয় চাই
بِرَبِّ (বি-রাব্বি) – প্রতিপালকের কাছে
النَّاسِ (আন-নাসি) – মানুষের

مَلِكِ (মালিকি) – মালিক
النَّاسِ (আন-নাসি) – মানুষের

إِلَٰهِ (ইলাহি) – উপাস্য
النَّاسِ (আন-নাসি) – মানুষের

مِن (মিন) – থেকে
شَرِّ (শাররি) – অনিষ্ট
الْوَسْوَاسِ (আল-ওয়াসওয়াসি) – কুমন্ত্রণা দাতা
الْخَنَّاسِ (আল-খান্নাসি) – যে পালিয়ে যায়

الَّذِي (আল-লাজি) – যে
يُوَسْوِسُ (ইউওয়াসওয়িসু) – কুমন্ত্রণা দেয়
فِي (ফি) – মধ্যে
صُدُورِ (সুদুরি) – অন্তর
النَّاسِ (আন-নাসি) – মানুষের

مِنَ (মিনা) – থেকে
الْجِنَّةِ (আল-জিন্নাতি) – জিনদের
وَالنَّاسِ (ওয়ান-নাসি) – এবং মানুষের

Similar Posts